শিল্প সাহিত্য

আমার কবিতা না পড়াই ভালো

– ফাউজুল কবির

আমার কবিতা না পড়াই ভালো– অসুখ ছড়ায়
কেমন অসুখ জানো ? শ্বাসকষ্ট হয় বুকে ব্যথা বাজে
আমার কবিতা গাছের পাতায় শুয়ে থাকে সারারাত
ফস্টিনষ্টি করে শিশিরের মদে মাতাল মাতাল খেলে
নাচে গায় আর শৃঙ্গার শতকে মননে জাগায় জ্বালা
আহা কষ্ট বুকে আহা কষ্ট প্রাণে – কষ্টকে কোথায় রাখি ?
আমি ছাড়া কোন কবি ভালোবাসে যন্ত্রণার উপাখ্যান !
আমার কবিতা না পড়াই ভালো — অসুখ ছড়ায়
দুষণ ছড়ায় —-কমলালেবুর নম্র শরীরের ত্বকে
পচনের দাগ কাটে মরণের দৃশ্য আঁকে শত্রুতায়
নরকের ঘ্রাণ থেকে তুলে আনে পোড়া মাংসের আস্বাদ–
যদিও জেনেছি মহৎ কবিতা  জন্ম নেয় শুধু
ভেতরের যুদ্ধ-যুদ্ধ রক্তস্রাবী গুপ্তমন্ত্রের খেলায়
মানুষের বস্তি স্থবির মনের বস্তি
না ভাঙলে নির্মম কুঠারের প্রত্যাঘাতে
রক্ত না ঝরালে রক্তের নদীতে শব্দদের স্নান না করালে
চুম্বক কবিতা দাঁড়াতে পারে না পবিত্র শরীরে ।
আমার কবিতা না পড়াই ভালো — অসুখ ছড়ায়
তারচে’ ভালো হয় ভালো হবে
কিনে নিও তিনটি সোনালি আপেল অথবা রূপালি
অথবা হলুদ –কোনো রমণীর আঙ্গুলের স্পর্শমাখা—
দুটি তুমি খেয়ো  একটি আমাকেই দিয়ো অনিচ্ছায়
অনিচ্ছার মতো —- ইচ্ছাময় তৃষ্ণা সমুদ্রেও নেই ।