চলমান সংবাদ

সাম্প্রদায়িক সন্ত্রাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়ায় সিপিবির মানববন্ধন

সারাদেশে সাম্প্রদায়িক হামলাকারী ও মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গতকাল ২৫ শে অক্টোবর সোমবার বিকাল তিনটায় পটিয়া থানার মোড়ে মুক্তিযোদ্ধা কমরেড পূলক দাশের সভাপতিত্বে ও কমরেড শওকত আলীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি কমরেড আবদুল নবী,সাধারণ সম্পাদক অধ্যাপক কমরেড অশোক শাহা,সম্পাদক মন্ডলীর সদস্য শিক্ষকনেতা অধ্যাপক কানাই দাশ,বিশিষ্ট ব্যাংকার মুক্তিযোদ্ধা ফজল আহমদ,ধলঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুর মুল্লুক,মুক্তিযোদ্ধা কমরেড হাবিবুর রহমান ইদ্রিচ,মুক্তযোদ্ধা পীযুষ চৌধুরী,মাস্টার শহিদুল ইসলাম,কৃষকনেতা মিলন বড়ুয়া,যুব ইউনিয়ন দক্ষিণ জেলার সাবেক সভাপতি অলক দাশ,ক্ষেতমজুর নেতা জসিম উদ্দিন,কমরেড সালাম বাবু,পটিয়া উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী শিলা দাশ। কমরেড অশোক শাহা বলেন,আমরা আজ অত্যন্ত ব্যথিত,ক্ষুব্ধ ও উদ্বিগ্ন।কেননা একদিকে সাম্প্রদায়িক সন্ত্রাস, অন্যদিকে দ্রব্যমূল্যের উর্ধগতি। দুয়ে মিলে জনজীবনের সংকট তীব্রতর হচ্ছে।এর থেকে পরিত্রাণের জন্য জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।