চলমান সংবাদ

সীতাকুন্ডে মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় মামলা

সীতাকুন্ডে মগপুকুর এলাকার দক্ষিণপাড় মহাশ্মশানে গত শনিবার রাতের আধারে দুর্বৃত্তরা মন্দিরের গেইট ভাঙ্গার চেষ্টা করে। ভাঙ্গতে না পেরে মন্দিরে ইট পাটকেল নিক্ষেপ করে এবং বাঁশ দিয়ে ঘট উল্টে দেয় এবং মন্দিরের প্যান্ডেলের কাপড় ছিড়ে ফেলে। সকালে মন্দিরের পূজারি হিমাংশু মন্দিরে গেলে ভাঙচুর দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এই ঘটনায় গতকাল সোমবার (২৫ অক্টোবর) মন্দিরের সভাপতি হিমাংশু বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওসি আবুল কালাম আজাদ জানান, ভাঙচুরের ঘটনাটি চুরির উদ্দেশ্য করেছে নাকি নাশকতার উদ্দেশ্য করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। থানায় মামলা দায়ের করা হযেছে। এই ঘটনায় মন্দিরে পুলিশী টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন থানা ওসি তদন্ত সুমন বণিক। মামলা তদন্তকারী অফিসার টিবলু মজুমদার জানান, কয়েকজন আসামি আমাদের নজরে রয়েছে। যে কোন মূর্হতে গ্রেপ্তার হতে পারে বলে জানিয়েছে তিনি। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে এএসপি সার্কেল আশরাফুল করিম ও থানার ওসি আবুল কালাম আজাদ এবং ওসি তদন্ত সুমন বণিক ঘটনাস্থল পরিদর্শণ করেন। এছাড়া সীতাকু- থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, বাঁশবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, সীতাকু- পূঁজা কমিটির সভাপতি বিমল চন্দ্র নাথ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি পংকজ দেব নাথ ঘটনাস্থল পরিদর্শণ করেন। মন্দির কমিটির সভাপতি ও পূজারী হিমাংশু বিমল নাথ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বট ও অশ্বত্থ গাছ ঘিরে জগন্নাথ, মগেদ্বশ্বরী ও শীতলা মন্দির। প্রায় ৩০ বছর আগে পাশাপাশি মন্দিরগুলো করা হয়েছে। সেখানে প্রতিবছর তিনটি করে উৎসবের আয়োজন করা হয়। তিনি বলেন, শনিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা মগেদ্বশ্বরী মন্দিরের গেইট ভাঙার চেষ্টা করে। না পেরে ইটপাটকেল নিক্ষেপ করে এবং বাঁশ দিয়ে ঘট উল্টে দেয়। পাশাপাশি শীতলা মন্দিরের ঘট ভেঙে দিয়ে কাপড়গুলো ছিঁড়ে দেয়।
# ২৫.১০.২০২১ চট্টগ্রাম #