চলমান সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সহজ ক্যাচ ছেড়ে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেল বাংলাদেশ

৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ
৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ ।

এই ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ নির্ধারিত বিশ ওভার ব্যাট করে নাইম শেখ ও মুশফিকুর রহিমের অর্ধশতকে ভর করে ১৭১ রান তোলে।

জবাবে শ্রীলঙ্কা সাত বল হাতে রেখেই নির্ধারিত লক্ষ্য অতিক্রম করে।

চারিথ আসালাঙ্কা ৪৯ বল খেলে ৮০ রানের অপরাজিত একটি ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।

যেসব কারণে ১৭১ রান তাড়া করতে পেরেছে শ্রীলঙ্কা

‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’- ক্রিকেট নিয়ে পুরাতন এই আপ্তবাক্য যেন আজ সত্যি হয়ে গেল বাংলাদেশের জন্য।

লিটন দাস ১৩তম ওভারে ভানুকা রাজাপাকশে ও ১৫তম ওভারে চারিথ আসালাঙ্কার ক্যাচ মিস করেন।

রাজাপাকশা দুটি ছয় ও দুটি চার মেরে ম্যাচের ১৬তম ওভারে সাইফুদ্দিনের বলে বাইশ রান নেন।

এই ওভারেই কার্যত বাংলাদেশের জয়ের আশা শেষ হয়ে যায়।

তখন প্রয়োজন হয় ২৪ বলে ২৪ রান, যা অনায়াসে নিয়ে নেয় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার এই দলটি শুরু থেকেই উদ্দীপ্ত ছিল, তাদের অধিনায়ক দাসুন শানাকা ম্যাচ শুরুর আগেই সংবাদ সম্মেলনে বলেছিলেন বাংলাদেশকে তারা হারাবেন, এবং তারা করে দেখিয়েছেন।

বোলার কুমারা থিরিমানে লিটন দাসের উইকেট নেয়ার পর তার তুমুল ও উচ্ছ্বসিত উল্লাসের পর একটা মুখোমুখি হাতাহাতির উপক্রম তৈরি হয়।

বাংলাদেশের আশা টিকিয়ে রাখেন ওপেনিং ব্যাটসম্যান নাইম শেখ ও দীর্ঘদিন পর ফর্মে ফেরা মুশফিকুর রহিম।

বোলিং এর শুরুতেও বাংলাদেশ ভালো অবস্থানে ছিল, তবে শ্রীলঙ্কা তাদের রানের চাকা সচল রাখে।

নাসুম আহমেদ প্রথম ওভারেই উইকেট এনে দেন।

সাকিব এক ওভারে দুই ব্যাটসম্যানকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান।

কিন্তু শ্রীলঙ্কাকে ম্যাচে রাখেন চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকশে, এই দুজন ব্যাটসম্যান শ্রীলঙ্কাকে সুপার টুয়েলভে একটি বড় জয় এনে দেন।

# সূত্রঃ বিবিসি বাংলা #