চলমান সংবাদ

অনলাইনে অপপ্রচারের অভিযোগে চট্টগ্রামে যুবক আটক

রাজধানীর পল্লবীর ‘সাহিনুদ্দীন’ হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকাণ্ড বলে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার উদ্দেশে অপপ্রচারের অভিযোগে নগরের কোতোয়ালী মোড় এলাকা থেকে এক যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করে রিমন শীল (২০) নামে ওই যুবককে আটক করা হয়। র‌্যাব জানায়, গত ১৬ মে রাজধানী পল্লবীর ‘সাহিনুদ্দীন’ হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকাণ্ড বলে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার উদ্দেশে অপপ্রচারের প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। যার প্রেক্ষিতে চট্টগ্রামে ব্যাপক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এক পর্যায়ে অভিযান পরিচালনা করে রিমন শীলকে আটক করা হয়। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, আটক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজধানী পল্লবীর ‘সাহিনুদ্দীন’ হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকান্ড বলে অপপ্রচারের সাথে সংশ্লিষ্টতা স্বীকার করে এবং ওই ব্যক্তি সর্বপ্রথম এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
# ২৪.১০.২০২১ চট্টগ্রাম #