চলমান সংবাদ

ডলফিন দিবসেই হালদায় ভেসে উঠলো মৃত ডলফিন

আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবসেই চট্টগ্রামের হালদা নদীতে আরো একটি মৃত ডলফিন পাওয়া গেল। রবিববার (২৪ অক্টোবর) সকালে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। এ নিয়ে গত ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে ৪ বছরে হালদা নদী থেকেই ৩২টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। হালদা গবেষকরা বলছেন, ডলফিনের জন্য হালদা নদী অনিরাপদ আবাসস্থল হয়ে উঠেছে। অবৈধ মাছ শিকারিদের জাল, ইঞ্জিন চালিত নৌযান ডলফিনের মৃত্যু বাড়ার কারণ বলে অভিযোগ করেছেন গবেষকরা। এ অবস্থা চলতে থাকলে হালদা নদী ডলফিন শূন্য হওয়ার আশংকা করছেন তারা। হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বলেন, রবিবার হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকায় ড. শহীদুল্লাহ একাডেমিতে আন্তর্জাতিক ডলফিন দিবস উদযাপন করতে গিয়েছিলাম। সেখানে থাকতেই মৃত ডলফিনটির খবর পাওয়া যায়। মৃত ডলফিনের শরীরে বড় বড় ক্ষতচিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগেই ডলফিনটি চোরাই মাছ শিকারি জেলেদের জালে আটকা পড়ে। তারাই বাঁশ বা অন্যকিছু দিয়ে আঘাত করে ডলফিনটি হত্যা করেছে। মৃত ডলফিনটি পচে ভেসে উঠেছে। বন বিভাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমরা সিদ্ধান্ত নিয়ে গড়দুয়ারা এলাকায় মরা ডলফিনটি মাটি চাপা দিয়েছি। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও ওজন আনুমানিক ৩০-৩৫ কেজি হবে। প্রসঙ্গত হালদা নদীতে মাছ ধরা নিষিদ্ধ হলেও চোরাই মাছ শিকারীরা জালসহ বিভিন্নভাবে হালদা নদীতে মাছ শিকার করছে। # ২৪.১০.২০২১ চট্টগ্রাম #