চলমান সংবাদ

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ৫ চাঁদাবাজ গ্রেপ্তার

নগরের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কিশোর চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২৩ অক্টোবর) রাতে নগরীর লালখান বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগর ৪৪ হাজার ৫০০ টাকা এবং একটি ধারালো ছুরি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আরিফ হোসেন ওরফে লোকমান (২৭), মো. হৃদয় (২০), মো. শুক্কুর (২১), মো. আরিফ (১৯) ও মীর হোসেন (১৯)। র‌্যাব জানায়, গত ১৮ অক্টোবর ভুক্তভোগী এক ব্যক্তি লালখান বাজার এলাকায় একটি ভবন নির্মাণের কাজ শুরু করেন। ওই সময় কিশোর চাঁদাবাজরা তার কাছে নগদ টাকা দাবি করেন। তিনদিনের মধ্যে টাকা না দিলে নির্মাণ কাজ বন্ধ করার হুমকি দেন তারা। পরে ভুক্তভোগী ব্যক্তি কাজ শুরু করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা শ্রমিকদের মারধর করে নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং চাঁদা দিলেই পুনরায় কাজ শুরু করা যাবে বলে হুমকি দিয়ে চলে যান। এ ঘটনার পর র‌্যাবের কাছে অভিযোগ করা হলে অভিযুক্তদের আটক করা হয়। র‌্যাব-৭’র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, আটককৃতরা সক্রিয় কিশোর চাঁদাবাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নগরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করার কথা স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নগরের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।
# ২৪.১০.২০২১ চট্টগ্রাম #