চলমান সংবাদ

চট্টগ্রামের জ্বিনের বাদশাসহ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

আধ্যাতিক ক্ষমতাসম্পন্ন জ্বিনের বাদশা সেজে পারিবারিক-সামাজিক ও আর্থিক সমস্যাসহ সকল সমস্যার সমাধান করে দেয়ার নামে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। গত শনিবার (২৩ অক্টোবর) রাতে রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় অখিযান চালিয়ে এই প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাজেদ আফসার (২১), মো. সজিব (১৯), মো. আবুল কালাম ওরফে রাজন (২১), মো. তানজিল (১৯), মো. জাহিদুল আলম (২৪)। র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে গুরু ও আধ্যাতিক ক্ষমতাসম্পন্ন জ্বিন-পরীদের বাদশা সেজে পারিবারিক, সামাজিক ও আর্থিক সমস্যসহ সকল সমস্যার সমাধান করে দিবে বলে প্রতারণার মাধ্যমে জনসাধারণকে ঠকিয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের বিষয়টি স্বীকার করে। গ্রেপ্তারকৃতদের রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
# ২৪.১০.২০২১ চট্টগ্রাম #