চলমান সংবাদ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলেম- ওলামাদের প্রতি আহবান সুজনের

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানিয়ে সম্প্রীতি সমাবেশ ও মানববন্ধন করেছেন চট্টগ্রামের কিছু সংখ্যক আলেম-ওলামা, মাদ্রাসা ও স্কুল শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার (২৪ অক্টোবর) দুপুরে নগরের গণি বেকারি মোড়ে এ সম্প্রীতি সমাবেশ করেন দারুল উলুম কামিল মাদ্রাসা ও কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। এসময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলতে আলেম ওলেমা এবং মাদ্রাসা ছাত্রদের নিয়ামক ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন। সমাবেশে খোরশেদ আলম সুজন বলেন, এদেশ হিন্দু-মুসলিমসহ সকল সম্প্রদায়ের। কিন্তু একটি চক্র এ সুসম্পর্ক বিনষ্টের জন্য অপচেষ্টা চালিয়ে আসছে। এ অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। অন্য ধর্মের অবমাননা ইসলাম কখনও সমর্থন করে না। নিজেদের কোনও হীন পরিকল্পনা বাস্তবায়ন করতেই কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, যারা ইসলামের ভুল ব্যাখ্যা উপস্থাপন করে ধর্মীয় উসকানির মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তারা কোনভাবেই প্রকৃত মুসলমান হতে পারে না। পবিত্র ইসলাম ধর্ম কোনভাবেই এসব অরাজকতা সমর্থন করে না। তাই আলেম ওলেমা এবং মাদরাসা ছাত্রদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কাজেম আলী স্কুল ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, অধ্যক্ষ সাদিয়া মুক্তা, মঈনউদ্দিন শাহ্ এতিমখানার অধ্যক্ষ মো. আলী নেওয়াজ, দারুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাহবুবুল আলম ছিদ্দিকী, মাহবুবুর রহমান ছিদ্দিকী, হাবিব উল্ল্যাহ, আনোয়ার হোসেন প্রমুখ। # ২৪.১০.২০২১ চট্টগ্রাম #