চলমান সংবাদ

জননেতা চেীধুরী হারুনর রশিদের ২১ তম মৃত্যু বার্ষিকী পালিত

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতার সভাপতি ভাষা সৈনিক চেীধুরী হারুনর রশিদের ২১ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে টি.ইউ.সি চট্রগ্রাম জেলা কমিটির উদ্যোগে গত ১৯ অক্টোবর ২০২১ প্রয়াত নেতার কবরে পুষ্পমাল্য অর্পন করা হয় ও প্রয়াত নেতার কবর প্রাঙ্গনে টি.ইউ.সি জেলার সভাপতি তপন দওের সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় তপন দও বলেন, চেীধুরী হারুনের জীবন ত্যাগের মহিমায় সমৃদ্ধ। দীর্ঘ রাজনৈতিক জীবনে সূচনালগ্নে ভাষা আন্দোলনে অংশগ্রহন করে এক নাগাড়ে ৫২-৫৬ ইং পর্যন্ত কারা ভোগ করেন। আয়ুবের সামরিক শাসনে ১১ বছর আত্মগোপনে থেকে হুলিয়া মাথায় নিয়ে সামরিক শাষন বিরোধী গন অভ্যুত্থানে শ্রমিক ছাত্র জনতাকে সংঘটিত করেন। বীর মুক্তিযোদ্ধা হারুনর রশিদ মুক্তিযুদ্ধের সময়ে ন্যাপ , সি.পি.বি. ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর যেীথ কমান্ডার হিসাবে জননেতা কমরেড ফরহাদের সাথে এক গৌরবজনক ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি, ন্যাপের কেন্দ্রীয় সহ-সভাপতি, গনতন্ত্রী পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন।

চেীধুরী হারুন ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া থেকে সাংসদ নির্বাচিত হয়ে সংসদে শ্রমিক কূষকের অধিকার নিয়ে স্বোচ্চার ছিলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই নেতা বিশ্ব ট্রেড ইউনিয়ন সংগঠনের জেনারেল কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। শ্রমিক-কর্মচারী পরিষদ গঠন সহ জাতীয় শ্রমিক আন্দোলনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।

পূবাহ্নে প্রয়াত নেতার কবরে টি.ইউ.সি জেলা কমিটি, বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়ন , বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান শ্রমিক কর্মচারী ইউনিয়ন , ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন, পোষাক শ্রমিক ট্রেড ই্উনিয়ন ফেডারেশন চট্রগ্রাম জেলা, কমিউিনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। আলোচনার সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড  ইউনিয়ন কেন্দ্র, চট্রগ্রাম জেলার সহসভাপতি আব্দুস সবুর, বাংলাদেশ রেলশ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো: সাদেক চেীধুরী, পোষাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন এর উপদেষ্টা সুকান্ত দও, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চট্রগ্রাম জেলা নেতা মো: ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক সবুজ হাওলাদার, হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন নেতা মো: হানিফ, বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন এর সাধারন সম্পাদক মো: আব্দুর রহিম, চট্রগ্রাম জেলা কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো: সিরাজ মিয়া, কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগ এর সহসভাপতি মো: ইসাখান