চলমান সংবাদ

বিএফইউজে নির্বাচন: চট্টগ্রামে বৃহত্তর ঐক্য, নাজিমুদ্দিন শ্যামলকে ভোট দেয়ার অনুরোধ

এবারের বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে পেশাগত মর্যাদা, নিরাপত্তা সহ অধিকার রক্ষা ও বাংলাদেশ প্রশ্নে চট্টগ্রামে ঐক্যবদ্ধ হয়েছেন সাংবাদিকরা। এই লক্ষ্যে গঠিত ফোরামের আহবায়ক বিএফইউজের সহ সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন- সিইউজে’র সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ‌ সভায় বক্তব্য রাখেন বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি ও সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী সহ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন, অত্যাসন্ন ২৩ অক্টোবর বিএফইউজের নির্বাচনকে ঘিরে অশুভ শক্তি নানা তৎপরতায় জড়িত। ‌ষড়যন্ত্রকারীরা নানা গুজব এর মাধ্যমে সম্মানিত সদস্য-ভোটারদের নির্বাচনী উৎসবমুখরতা ও প্রীতিময় পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে।‌ নির্বাচনী প্রক্রিয়ায় খোদ নির্বাচন পরিচালনা কমিটির বেশ কিছু অসংগতি-কার্যক্রমও ধরা পড়েছে। ‌দফায় দফায় মৌখিক ও লিখিত ভাবে জানানো সত্ত্বেও করোনাময় পরিবেশে স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে প্রার্থী ও সম্মানিত ভোটারদের নির্বাচনী প্রচারণার জন্য পর্যাপ্ত সময় দেয়া হয়নি। ঢাকা সহ দেশজুড়ে ৯টি বেসিক ইউনিয়নের ৪০০০ ভোটারের মাঝে প্রচারণার জন্য মাত্র ১১ দিন সময় দেয়া হয়। তদুপরি সদ্য সমাপ্ত শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রায় সপ্তাহকাল উৎসবমুখরতার মাঝে উদ্বেগও ছিল । সব মিলিয়ে প্রার্থীরা প্রচারণার জন্য পর্যাপ্ত সময় পাননি। এমন পরিস্থিতিতেও সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ না দিয়ে নির্বাচন পরিচালনা কমিটি ২০২১ নজিরবিহীন অপরিণামদর্শিতা ও ষড়যন্ত্রমুলক পক্ষপাতিত্বের প্রকাশ ঘটিয়েছে। নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিটির এমন প্রশ্নবিদ্ধ পদক্ষেপের কারণে ব্যালেটে সহ সভাপতি পদে মনোনয়নপত্র প্রত্যাহারে ইচ্ছুক আবেদনকারীদের নামও সংযুক্ত রাখা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারকারী তিনজন সহ-সভাপতি প্রার্থী রিয়াজ হায়দার চৌধুরী , মোশতাক আহমেদ ও তপন চক্রবর্ত্তী নির্বাচন কমিটিকে লিখিত ভাবে, ব্যক্তিগতভাবে, মতবিনিময় সভা ও সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন। ‌ সভা থেকে নেতৃবৃন্দ ‘পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার আদায়ের সংগ্রাম বেগবান করতে ও বাংলাদেশের এগিয়ে চলার অভিন্ন লক্ষ্যে চট্টগ্রামে সাংবাদিকদের বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠায় যুথবদ্ধ’ বলে মন্তব্য করেন । তাঁরা সহ-সভাপতি পদে সিইউজের সাবেক সভাপতি নাজিমুদ্দিন শ্যামলকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা দেন। ‌সম্মানিত ভোটারদের কাছে তাঁর জন্যেই ভোট ও সহযোগিতা প্রত্যাশা করেন । নেতৃবৃন্দ মহলবিশেষের নানা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানান। ‌তাঁরা সংগঠনের স্বার্থে বৃহত্তর ঐক্য আরো সুসংহত করতে নাজিমুদ্দিন শ্যামলকে সহ-সভাপতি পদে ভোট দিয়ে বিপুল বিজয় নিশ্চিত এর অনুরোধ জানান। ###