শিল্প সাহিত্য

চতুরঙ্গ

– জাফরুল আহসান

ছোকরাটা ফাজিলের একশেষ জম্পেশ
আড্ডায় ঘন ঘন আসে যায় গান গায়,
গলা ছেড়ে কথাগুলো উড়ে যায় শেষমেষ
ভোরতক ঝুলে থাকে দোল খায় জোছনায়।
শরীরটা বুনো তার স্যাকরার পোড়া চোখ
আঁতিপাঁতি বজ্জাতি খুঁজে ফেরে বাহবায়,
ভেসে যায় চারদিক সুরসিক চিনে জোঁক
লেগে থাকে চনমনে সুবচনে বাহানায়।
খেদ নেই বড় কোন ভেদ নেই ন্যূনতম
ছেদ নেই একরোখা দাবাড়ু টা নিষ্পাপ,
আধা কাপ মেহেদীর রঙতুলি অনুপম
আয়োজন সনাতন জটিলতা মহাপাপ।
যে যেখানে গুন টানে অভিমান শুষে খায়
ফাজিলটা যে কিলটা পিলে সহ চটকায়,
কারো কোন দাবি নেই পদাবলী নকলের
সময়টা সকলের বুক পেতে দখলের।