চলমান সংবাদ

বিএসটিআই’র অনুমোদন ছাড়া ক্যামিকেল দিয়ে পণ্য উৎপাদন, কারখানা সিলগালা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই’র অনুমোদন ছাড়া রান্নায় ব্যবহৃতসহ ৫২ ধরনের ভোগ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানা সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিদফতর। রোববার (১০ অক্টোবর) দুপুরে নগরীর ডবলমুরিং থানার মনছুরাবাদ এলাকায় হামিম কনজ্যুমার ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সূত্র জানায়, নগরীর মনছুরাবাদের আব্দুল হাকিম সড়কে কাঁচা-পাকা ১২টি কক্ষ ভাড়া নিয়ে জনৈক মোহাম্মদ হাসান কারখানাটি গড়ে তোলেন। অভিযানে পাওয়া একটি তালিকায় দেখা গেছে, ওই কারখানায় ৫২ ধরনের পণ্য উৎপাদন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য টেস্টিং সল্ট, বিভিন্ন ধরনের মসলা, ভিনেগার, কেওড়া জল, ফালুদা, কাস্টার্ডের পাউডার, কর্ন ফ্লাওয়ার, সস, আয়োডিনযুক্ত লবণ। অভিযানে নেতৃত্ব দেয়া জাতীয় ভোক্তা অধিদফতরের চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়জুল্লাহ বলেন, অভিযানে কারখানায় কয়েক ড্রাম ক্যামিকেল পাওয়া গেছে। এসব ক্যামিকেল ব্যবহার করে রান্নায় ব্যবহৃত বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে। অথচ তার কাছে বিএসটিআই’র কোনো অনুমোদন নেই। অভিযান শুরুর আগে মালিক হাসান পালিয়ে যায়। তিনি বলেন, অবৈধভাবে পণ্য উৎপাদন করে সেগুলো হামিম ফুডসের নাম লাগিয়ে প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করে। কারখানার পরিবেশও খুবই অস্বাস্থ্যকর এবং নোংরা। মালিক পালিয়ে যাওয়ায় আমরা আপাতত কারখানাটি সিলগালা করে দিয়েছি। মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
# ১০.১০.২০২১ চট্টগ্রাম #