চলমান সংবাদ

চট্টগ্রামে স্ক্র্যাপবোঝাই জাহাজ ডুবি

চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের অদূরে স্ক্র্যাপবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ডুবে যাওয়া এমভি টিটু-৭ নামের লাইটার জাহাজটি আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন। তবে পাশে থাকা আরেকটি জাহাজে উঠে রক্ষা পান ডুবে যাওয়া জাহাজের ১৩ জন নাবিক-শ্রমিক। বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নবী আলম বলেন, ‘এমভি টিটু-৭ নামের একটি লাইটার জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে স্ক্র্যাপ নিয়ে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে যাচ্ছিল। পতেঙ্গা সৈকত এলাকায় জাহাজটি ডুবে যায়। তবে কী কারণে জাহাজটি ডুবেছে, সেটি এখনও আমরা জানতে পারিনি। পাশে থাকা আরেকটি জাহাজে সাঁতরে উঠে ওই জাহাজের ১৩ জন নাবিক-শ্রমিক রক্ষা পান। তিনি বলেন, নাবিক-শ্রমিকদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়েছে। চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, বন্দরের বহির্নোঙ্গরের আলফা অ্যাংকারেজে জাহাজটি ডুবে যায়। তবে জাহাজের নাবিকরা সবাই নিরাপদে আছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, সাগর কিছুটা উত্তাল। প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরেক জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে পানি ঢুকে যাওয়ায় জাহাজটি ডুবে গেছে। আমাদের একটি টিম দুর্ঘটনার কারণসহ সার্বিক বিষয় খতিয়ে দেখছে। নাবিকদের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি।
# ০৭.১০.২০২১ চট্টগ্রাম #