চলমান সংবাদ

চকবাজার ওয়ার্ডের উপনির্বাচন বৃহস্পতিবার সন্ত্রাসী-চাঁদাবাজ-গ্যাং লিডার প্রার্থী হওয়ায় শঙ্কিত ভোটাররা, প্রশাসন তৎপর

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন বৃহস্পতিবার (৭ অক্টোবর)। ইভিএম পদ্ধতিতে ১৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ইতোমধ্যে ভোট গ্রহণে কেন্দ্রগুলোতে ইভিএম পৌঁছানোনহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এই একটি ওয়ার্ডে কিশোর গ্যাং লিডার ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীসহ ২১ জন প্রার্থী হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে। প্রসঙ্গত চকবাজার ওয়ার্ডে সাত বারের নির্বাচিত কাউন্সিলর প্রবীণ রাজনীতিবিদ সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর হতে মোট ২১জন প্রার্থীর মধ্যে ২০ জনই আওয়ামী লীগ ঘরানার। একটি ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে আওয়ামী লীগের এত প্রার্থী এর আগে দেখা যায়নি। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী একজন। আওয়ামী লীগের ২০ প্রার্থীর মধ্যে তালিকায় যেমন সাবেক কাউন্সিলর, দীর্ঘদিনের আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা আছেন, তেমনি সন্ত্রাস, চাঁদাবাজের মামলায় অস্থসহ গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সন্ত্রাসীও রয়েছেন। তাই নির্বাচনকে কেন্দ্র করে মারামারি, হামলা, সংঘর্ষের মতো ঘটনা ঘটার আশঙ্কা করছেন ভোটারসহ সংশ্নিষ্টরা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী প্রার্থীদের পক্ষে কাজ করতে বহিরাগতদের আনাগোনা বেড়েছে চকবাজারে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট। জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন নজরদারির দায়িত্বে। তিনি জানান, সাধারণ ভোটকেন্দ্রে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ সদস্য এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকবেন ১৮ জন। এছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ-র‌্যাবের একটি করে দল থাকবে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ২১ প্রার্থীর মধ্যে চারজনের কর্মী-সমর্থকদের প্রতি বিশেষ নজরদারি থাকবে। ভোটকেন্দ্রের বাইরে জটলা যেন না হয় ও বহিরাগতরা যেন না আসে সেদিকে নজর থাকবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি’র উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক বলেন, দক্ষিণ বিভাগের অধীনে ১০টি কেন্দ্র রয়েছে। এরমধ্যে আমরা ৮টিকে অতি গুরুত্বপূর্ণ চিহ্নিত করেছি। আমাদের প্রতিটি কেন্দ্রে থানা পুলিশের ফোর্স, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম সক্রিয় থাকবে। উপ-নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের টিম মাঠে রাখা হচ্ছে। কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। নির্বাচনী আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, কোনো প্রার্থীর এজেন্ট অথবা দলীয় কর্মী যাতে ভোটকেন্দ্রে কোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত না হয়। এর ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচনে ভোটযুদ্ধে নামা একাধিক প্রার্থীর বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক, মারামারিসহ বিভিন্ন অপরাধে ফৌজদারি মামলা রয়েছে। এদের মধ্যে নূর মোস্তফা টিনু, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মো. আব্দুর রউফ অন্যতম। এরা কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত। টিনু সন্ত্রাস, চাঁদাবাজের মামলায় অস্থসহ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এ ওয়ার্ডের ১৫ কেন্দ্রের ৮৬ বুথে ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ হবে। চকবাজার ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন।
# ০৬.১০.২০২১ চট্টগ্রাম #