চলমান সংবাদ

কবি-সাংবাদিক শাহিদ আনোয়ার আর নেই

আশির দশকের অন্যতম কবি-সাংবাদিক শাহিদ আনোয়ার আর নেই। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত দশটার দিকে নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তায় বিশ্বাসী শাহিদ আনোয়ার শিক্ষাজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কবি শাহিদ আনোয়ারের মৃত্যুতে চট্টগ্রামে কবি-সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে এবং বাসায় চিকিৎসাধীন ছিলেন শাহিদ আনোয়ার। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে শয্যাশায়ী শাহিদ আনোয়ারের কথা বন্ধ হয়ে যায়। মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (২৯ সেপ্টেম্বর) বাদ আসর নামাজে জানাযা শেষে বন্দর কবরস্থানে কবি শাহিদ আনোয়ারের মরদেহ দাফন করা হয়। প্রয়াত শাহিদ আনোয়ারের এক সময়ের সহকর্মী কবি ও সাংবাদিক ওমর কায়সার জানান, আশির দশকের অন্যতম কবি শাহিদ আনোয়ার দৈনিক পূর্বকোণে সহ-সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। পরে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে শিক্ষকতা পেশায় যোগ দেন। কৃতি শিক্ষার্থী শাহিদ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষবোর্ড থেকে মেধা তালিকায় স্থান করে নিয়েছিলেন। ইংরেজি বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। প্রয়াত শাহিদ আনোয়ারের স্ত্রী কবি সেলিনা শেলী, দুই ছেলেসহ অসংখ্য বন্ধু, ভক্ত-গুনগ্রাহী রয়েছেন। শাহিদ আনোয়ারের মোট পাঁচটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, এর মধ্যে চারটি কবিতার বই। তার প্রকাশিত বইগুলো হচ্ছে- শুড়িখানার নুড়ির মধ্যে (২০০০), কুঁকড়ে আছি মনোটোনাস গর্ভে(২০০২), দাঁড়াও আমার ক্ষতি(২০০৫), বৈদেহী এক ওষ্ঠ পোড়ে(২০০৮) এবং আত্মজৈবনিক গদ্য ‘আনলাকি থার্টিন’।

# ২৯.০৯.২০২১ চট্টগ্রাম #