শিল্প সাহিত্য

প্রীতিলতা

– জাফরুল আহসান  

কিছু কথা ছিল, প্রীতিলতা
তোমার চোখের ভাষা, ভালোবাসা
আগুন ছড়ানো সব কাঁদা হাসা
সর্বত্রই ঋদ্ধ শোভনতা ।

প্রীতিলতা, ছিল কিছু কথা
তোমার নির্ঘুম রাত, সুপ্রভাত
শুভ্রতায় জ্বলে ওঠা অকস্মাৎ
নির্মলতা,নীল নীরবতা।

প্রীতিলতা, মোহন স্নিগ্ধতা
তোমার অমল ধ্যান,অভিজ্ঞান
তারুণ্যের স্বাভিমান, আত্মদান
চেনে ভুল, বুঝে অসারতা।

সুন্দরম, প্রিয় অমরতা
অগ্নিপথ দুষ্টক্ষত ভুল বিভাজন
সবকিছু ছেড়ে ছুড়ে সব প্রয়োজন
রেখে গেলে কিছু ব্যাকুলতা।

কিছু কথা শোন, প্রীতিলতা
তোমার তুমুল প্রেম দেশ কাল ছেড়ে
কেন জানি আমাতেই দুর্নিবার বেড়ে
মহীরুহ, মুগ্ধ কাতরতা।