শিল্প সাহিত্য

রেশমি ঘাস

-খুকু আহমেদ।

এবার গরমে ঘর থেকে বেরোতেই হলো;
মারিকে তোয়াক্কা করা যাচ্ছিল না আর।
বিল্ডিং থেকে গাড়ি, শুধু ওইটুকু হাঁটা
তাতেই দুচোখ গেঁথে যায় প্রকৃতিতে।

দৃষ্টি খুঁজে ফেরে ছোটোবড়ো গাছপালা
ঘাসের চাদরে তোলা বর্ণময় নকশা,
মেঘ ছুঁতে চাওয়া দীর্ঘতনু বৃক্ষদের,
পাতার মুদ্রায় পড়ি অলিখিত কাব্য;

হাঁটাপথ লম্বা করি সুযোগ পেলেই।
একদিন দেখা হলো কোনো এক পথে
দুচোখ জুড়িয়ে যাওয়া নিখুঁত সুন্দর,
বাতাসের ছন্দস্রোতে উচ্ছ্বসিত ঢেউ।
পথের দুপাশ জুড়ে সবুজ সমুদ্র,
রেশমি সুতোয় বোনা ঘাসের গালিচা।