চলমান সংবাদ

সাগরে তিনদিন ভাসার পর উদ্ধার হলো ১৫ জেলে

-৯৯৯-এ ফোন

তিনদিন সাগরে ভাসতে থাকা ১৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বঙ্গোপসাগরে ভাসানচর থেকে ১৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ইঞ্জিন বিকল হয়ে তারা ভাসছিল। গতকাল রোববার দুপুরে ৯৯৯-এ ফোন পেয়ে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় তাদেরকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কোস্ট গার্ডের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার হাবিবুর রহমান বলেন, সাগরের পরিস্থিতি ভালো না থাকলেও উদ্ধারকৃত ১৫ জেলে বর্তমানে সুস্থ আছেন। তাদেরকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। কোস্ট গার্ড জানায়, ১৫ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে এসেছিল ভোলা থেকে। বোটটি ভাসানচর থেকে ১৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বোটটি বিকল অবস্থায় ভাসতে ভাসতে ভাসানচর চ্যানেলের কাছাকাছি পৌঁছলে ৯৯৯-এ ফোন করে কোস্ট গর্াডের সাহায্য প্রত্যাশা করে। সংবাদ পেয়ে রোববার দুপুরে ছুটে যায় কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী টিম। তাদেরকে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি খাদ্যসামগ্রীও দেয়া হয়েছে।

# ২৭ সেপ্টেম্বর ২০২১, চট্টগ্রাম #