চলমান সংবাদ

রিকশা ছিনিয়ে নিতেই হত্যা করা হয় শাকিলকে গ্রেপ্তার দুইজনকে কারাগারে প্রেরণ

নগরীর পুরাতন ব্রিজঘাট এলাকায় একটি গ্যাসের দোকানে কাজ করতো মোহাম্মদ শাকিল (১৭)। অতিরিক্ত উপার্জনের জন্য মাঝেমধ্যে রাতে রিকশা চালাতেন। গত শুক্রবার রাতেও রিকশা নিয়ে বের হয়েছিলেন তিনি। পথে ছিনতাইয়ের কবলে পড়েন। রিকশা ছিনিয়ে নিতে ছিনতাইকারীরা শাকিলকে শ্বাসরোধ করে হত্যা করে। এই হত্যার অভিযোগে মোহাম্মদ ইরফান (২১) ও মোহাম্মদ মোহসিন (১৮) নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই ও হত্যার কথা স্বীকার করেছে। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দুই আসামিকে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় রিকশা ছিনিয়ে নিতে চালক শাকিলকে হত্যা করে ছিনতাইকারীরা। পরেরদিন শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় চরলক্ষ্যা ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী সড়কের দক্ষিণে বিলের ধানক্ষেত থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শাকিলের গলায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহত শাকিলের পিতা মো. নাজিম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে কর্ণফুলী থানার বন্দর এলাকা থেকে হত্যাকান্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে শাকিলের ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ইরফান নগরের সদরঘাট থানার ইতালী কলোনির বাসিন্দা আর মোহসিন কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ‘নিহত শাকিল পুরাতন ব্রিজঘাট এলাকায় একটি এলপি গ্যাসের দোকানে চাকরি করলেও মাঝে-মধ্যে রাতে ব্যাটারিচালিত রিকশা চালাতো। শুক্রবার রাতেও রিকশা নিয়ে বের হলে রিকশা ছিনিয়ে নিতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে খুনিরা। এঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তারের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদে মোহসীন ও ইরফান খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। অটোরিকশা ছিনতাইয়ের জন্যই মূলত শাকিলকে শ্বাসরোধে হত্যা করেছেন তারা।
# ২৬.০৯.২০২১ চট্টগ্রাম #