চলমান সংবাদ

বীরকন্যা প্রীতিলতার ৮৯তম আত্মাহুতি দিবসের আলোচনায় বীরকন্যা প্রীতিলতা যুগযুগ ধরে নারীর প্রেরণার উৎস হয়ে থাকবে : অনিন্দ্য ব্যানার্জী

ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯তম আত্মাহুতি দিবসের আলোচনা সভায় চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেছেন, বীরকন্যা প্রীতিলতা যুগযুগ ধরে নারীর প্রেরণার উৎস হয়ে থাকবে। অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার সাহস ও আত্মত্যাগের প্রতীক। প্রীতিলতার স্বদেশী মহিমাময় ত্যাগের ভাস্বর সত্যিই বিরল। বীরকন্যা প্রীতিলতার জীবন সংগ্রামকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। গত শনিবার (২৫ সেপ্টেম্বর) প্রীতিলতার জন্মস্থান পটিয়ার ধলঘাটে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রীতিলতা ট্রাস্ট আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- প্রীতিলতা স্মারক ও সম্মাননা স্মারক প্রদান, শিশু-কিশোরের মাঝে শিশু খাদ্যসামগ্রী বিতরণ, শ্রদ্ধাঞ্জলি প্রদান। বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু, চসিক ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। বক্তব্য রাখেন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উপদেষ্টা নারীনেত্রী জেসমিন সুলতানা পারু। প্রীতিলতা স্মারক গ্রহণ করেন ফ্যাশন ডিজাইনার আমিনা রহমান লিপি, ধলঘাট ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, সাংবাদিক ডেইজী মওদুদ, যাত্রাশিল্পী উন্নয়ন পরিষদ ঢাকার সভাপতি মিলন কান্তি দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভ্রা বিশ^াস, কবি শাওন পান্থ, সাংবাদিক শামীমা আরা লুসি, রাজকুমারী ড. নাইপ্রু নেলী, কুন্ডেশ^রী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক বাসুদেব সিংহ, সমাজসেবক মিন্টু দাশ। ট্রাস্টের আজীবন সদস্য প্রবোধ রায় চন্দনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বিজয় ঘোষ, মোহাম্মদ আলী, রঘুনাথ চক্রবর্তী, বিশ^জিৎ দেব বাবু, কৃষ্ণা চক্রবর্তী, শিউলী চক্রবর্তী, অধ্যাপিকা সুবর্ণা চৌধুরী, আজীবন সদস্য অধ্যাপক সুজিত চৌধুরী, রূপক চক্রবর্তী, গৌতম চৌধুরী, মানস দাশ, সরোজ চক্রবর্তী, দিপ্তী ভট্টাচার্য্য, অমল দে, সুকান্তÍ নাথ প্রমুখ। অনুষ্ঠানে দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন বরুন পালিত ও তাঁর দল। স্মরণসভার পূর্বে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভাস্কর্যে অনিন্দ্য ব্যানার্জী শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

# ২৬.০৯.২০২১ চট্টগ্রাম #