শিল্প সাহিত্য

অন্ধ ডানার চোখ

– সৈয়দ আহমদ শামীম 

কী চাহ চোখ স্মৃতিগুল্মের অন্তঃকলহ মধু!
বেলা হারাবার, অতলে, এসেছে কাল
প্রবাল মেলেছে সমুদ্র তলদৃশ্যের
বিস্ময় ঘেরে সংগমকংকাল!
লেলিহা মরে না অক্ষি অজর তৃষ
চরাচরব্যাপ কণ্ঠালগ্ন মায়া
মৃত্যু ছিটকে পড়েছে তুচ্ছ অলোকে
যেন বা জীবন অবিধি প্রাণোচ্ছল

দেখেছ নিগূঢ় জানালার বাহিরে
পলকশূন্য ছায়া পারাপার চোখ
অলোকের কোনো নিভাষ দৃশ্য পেয়েছে
কুলে টেনে তারে কেই বা কীরূপে আনে

আহ্! এই কুলের সংগ সংগম
মিছে নয় তবু মিছা ঘোরতর মনে হয়
দেহনিকুঞ্জে প্রলম্বতর রেখা
অচিন সায়রে প্রাণকে একলা ভাসায়

কী দিয়ে ধরিবে পরানে উড়ন্ত পাখি
মনের অন্ধ বিহ্বলতার সীমা
শৈশব কাল মহাকালে রুয়েছিল
একজোড়া চোখ! সেসব ফিরবে নাকি!

সেপ্টেম্বর ২, ২০২১