চলমান সংবাদ

বন্ধ পাটকল চালু ও শ্রমিকের পাওনা পরিশোধে ১০ দিনের আল্টিমেটাম

বন্ধ পাটকল দ্রুত চালু ও স্থায়ী-অস্থায়ী-বদলিসহ সব শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে বিজেএমসিকে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে পাটকল শ্রমিকরা। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে নগরীর আমিন জুট মিল গেটে আয়োজিত শ্রমিক সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ১৪ মাস পেরিয়ে গেলেও পাটকল চালু করা হয়নি। এমনকি শ্রমিকদের বেতনও পরিশোধ করা হয়নি। অথচ গতবছরের ২ জুলাই রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকল বন্ধ করার সময় দুই মাসের মধ্যে সকল শ্রমিকের পাওনা পরিশোধ ও মিলগুলোকে আধুনিকায়ন করে তিনমাসের মধ্যে চালুর ঘোষণা দেয় সরকার। তারা জানান, গত জুলাইয়ে ঈদুল আযহার সময় শ্রমিকদের আন্দোলনের মুখে সরকার বদলি শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের নির্দেশনা দিলেও, বিশাল সংখ্যক শ্রমিককে বঞ্চিত রেখে গুটিকয়েক শ্রমিকের বকেয়া পরিশোধ করা হয়। অন্যদিকে বিজেএমসি তথা মিল কর্তৃপক্ষ রাষ্ট্রায়ত্ত ৫টি পাটকলের অস্থায়ী শ্রমিকদের পাওনা পরিশোধে কোনো ব্যবস্থাই নেয়নি। ফলে দেশব্যাপী পাটকল শ্রমিকরা অসহায় ও দুর্বিষহ জীবন কাটাচ্ছে। অনেকের সন্তানের শিক্ষাজীবন অনিশ্চিত। চরম হতাশায় এই শ্রমিকরা দিন পার করছে। পাটকল চালুসহ পাওনা পরিশোধের দাবিতে একবছর ধরে মানববন্ধন, শ্রমিক সমাবেশ, বিজেএমসি কার্যালয় ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও, শ্রমিকদের পাওনা পরিশোধ কার্যক্রম কচ্ছপ গতিতে চলছে। সমাবেশ থেকে নেতৃবৃন্দ ১০ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, এর মধ্যে সকল শ্রমিকের পাওনা বেতন পরিশোধ ও বন্ধ পাটকল চালুর সুনির্দিষ্ট ঘোষণা না আসলে দেশব্যাপী জোরদার আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করা হবে। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আমির আব্বাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব শ্রমিকনেতা কামাল উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ হানিফ, মোহাম্মদ বেলাল, বদলি শ্রমিক আব্দুর রহমান, জাবেদ হোসেন সানি, শামসুল আলম, মোতালেব, চাঁন মিয়া, শ্রমিক নেত্রী রহিমা বেগম, শামসুন নাহার সুমি, ছাত্রনেতা সাইফুর রুদ্র, ইনজাম উল হুদা প্রমুখ।
# ১৩.০৯.২০২১ চট্টগ্রাম #