চলমান সংবাদ

ভর্তি পরীক্ষার জন্য চবি’র ক্লাস-পরীক্ষা বন্ধ

স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক-প্রস্তুতি ও ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্য বর্ষের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর, ২১ থেকে ২৩ অক্টোবর এবং ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। চবি’র ডেপুটি (একাডেমিক) রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ২১তম সভার সিদ্ধান্তক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রাক-প্রস্তুতি এবং ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও সেমিনারসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রম ওই সময়ে বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনিরুল হাসান বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পূর্ব প্রস্তুতি ও ভর্তি পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উল্লেখিত দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও পড়েছে। ভর্তি পরীক্ষার সময় চবি’র বিভিন্ন বিভাগের পরীক্ষার পূর্বঘোষিত রুটিনে পরিবর্তন আসবে। ওই দিনগুলোতে যাদের অ্যাকাডেমিক পরীক্ষা ছিল তাদের জন্য নতুন করে তারিখ ঘোষণা করা হবে। ৬ নভেম্বর থেকে যথারীতি পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম চলবে। করোনাভাইরাস মহামারীর কারণে দেড় বছর ধরে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। তবে গত ১৬ অগাস্ট থেকে আবাসিক হল বন্ধ রেখে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে বিভিন্ন বর্ষের সমাপনী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুল-কলেজ খোলার পর বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে এই সপ্তাহে সিদ্ধান্ত হবে। ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুললেও ভর্তি পরীক্ষার কারণে অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় বর্তমান শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা ব্যাহত হবে। # ১৩.০৯.২০২১ চট্টগ্রাম #