চলমান সংবাদ

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসের ঘটনায় তদন্ত কমিটি, থানায় মামলা

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের প্রধান কার্যালয়ে কর্ভাডভ্যানের ধাক্কায় সীমানা প্রাচীর ধসে সাতজন আহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে সীমানা প্রাচীর ধসের ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের নির্দেশে স্থানীয় সরকার উপ-পরিচালক বদিউল আলমকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের ডিজিএম একেএম শামসুদ্দিন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক ও ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী। চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক বলেন, বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’ কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসের ঘটনায় এসআই অমিতাভ দত্ত বাদি হয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। এই ঘটনায় আটক কাভার্ডভ্যান চালককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত, রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের প্রধান কার্যালয় থেকে ট্রেজারি চালান নিয়ে একটি কাভার্ডভ্যান ঢাকার পথে রওনা দেয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাংকের সীমানা প্রাচীরে ধাক্কা দেয়। এতে লোহার গ্রিল যুক্ত নড়বড়ে সীমানা প্রাচীরের ৬০ ফুট ধসে পড়ে। এতে দেয়ালের ওপারে ফুটপাতে বসা হকার ও পথচারীদের ওপর গিয়ে পড়ে। এ ঘটনায় আহত ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
# ১৩.০৯.২০২১ চট্টগ্রাম #