চলমান সংবাদ

রাষ্ট্রের টাকায় চট্টগ্রামে জিয়ার নামে জাদুঘর থাকতে পারে না : তথ্য প্রতিমন্ত্রী

জিয়াউর রহমানের পরিবারকে স্বাধীনতাবিরোধী শক্তি ও পাকিস্তানি প্রেতাত্মাদের দালাল আখ্যা দিয়ে চট্টগ্রাম পুরাতন সার্কিট হাউজে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত জাদুঘর সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান। সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তানি প্রেতাত্মার দালাল জিয়া পরিবার। লন্ডনে বসে তারেক রহমান দেশ দখল কর চায়। জিয়াউর রহমান ছিলেন গুপ্তঘাতক, পাকিস্তানের দালাল। খুনি জিয়া যেখানে হত্যার শিকার হলেন সেখানে স্মৃতি জাদুঘর কেনো থাকবে। রাষ্ট্রের পয়সা দিয়ে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেনো খুনি জিয়ার নামে জাদুঘর রাখবো। জিয়ার নামে কোন জাদুঘর থাকতে পারে না। তাই চট্টগ্রাম পুরাতন সার্কিট হাউজে জিয়ার নামে চলা যাদুঘর সরিয়ে ফেলা হবে। আমি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। তিনি বলেন, ধর্মের নামে রাজনীতি আর বাংলার মাটিতে করতে দেয়া হবে না। সেই দিন এখন আর নেই। দেশে আর কোনো অপচেষ্টা করতে দেয়া হবে না। মতের পার্থক্য থাকলেও মৌলিক প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ বিশ্বের অনন্য উচ্চতায় পৌঁছেছে। বঙ্গবন্ধুর আমলে প্রবৃদ্ধি অনেক উপরে উঠেছিল। পরবর্তীতে তা পিছিয়ে গেছে। আওয়ামী লীগ সরকার তার ক্ষমতার ১২ বছর পার করছে। এটা একমাত্র বঙ্গবন্ধু কন্যার যোগ্যতায় সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করোনা সমস্যার মধ্যেও চলমান প্রবৃদ্ধি ধরে রেখেছেন। তাকে বিশ্বের কাছে উপস্থাপনের দায়িত্ব সাংবাদিকদের। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় গণমাধ্যম আইন এবং সুনির্দিষ্ট নীতিমালা এবং সরকারের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করা হবে বলেও সভায় জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, বর্তমান সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম প্রমুখ। #০৬.০৯.২০২১ চট্টগ্রাম #