চলমান সংবাদ

চট্টগ্রামে শনাক্ত নামলো একশর নিচে, কমেনি মৃত্যু

করোনার ভয়াবহ দ্বিতীয় ধাক্কার পর এই প্রথম চট্টগ্রামের করোনা শনাক্তের দৈনিক সংখ্যা নামলো একশর নিচে। তবে শনাক্ত কমলেও কমেনি মৃত্যু। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৫০ এবং উপজেলা পর্যায়ে ২৬ জন। একই সময়ে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। প্রায় দীর্ঘ চার মাসের বেশি সময় পর চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা একশ’র নিচে নেমেছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সরকারি বেসরকারি ১১টি ল্যাবে সর্বমোট ১ হাজার ২৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৭৬ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে ৫০ জন নগরের আর ২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এনিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১২১ জনে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে নগরের ৭২ হাজার ৭০২ জন এবং উপজেলা পর্যায়ে ২৭ হাজার ৪১৯ জন। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১ হাজার ২৫১ জন মারা গেছেন। এর মধ্যে নগরের ৬৯৬ এবং উপজেলায় ৫৫৫ জন। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, উপজেলা পর্যায়ে শনাক্তদের মধ্যে রাউজানে সবচেয়ে বেশি ১৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়। এছাড়া, বোয়ালখালীতে ৩ জন, আনোয়ারা, ফটিকছড়ি ও সীতাকুণ্ডে ২ জন করে এবং পটিয়া ও হাটহাজারীতে ১ জন করে করোনা শনাক্ত হয়। এদিন, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, রাঙ্গুনিয়া, মিরসরাই ও সন্দ্বীপে কোন করোনা পজিটিভ পাওয়া যায়নি। # ০৬.০৯.২০২১ চট্টগ্রাম #