চলমান সংবাদ

সরকারের উন্নয়ন তুলে ধরতে প্রকৌশলীদের প্রতি আহ্বান

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সঙ্গে মতবিনিময়ে উপমন্ত্রী নওফেল সরকারের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরার জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। রোববার (৫ সেপ্টেম্বর) সকালে নগরীর জিইসি মোড়ে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। নওফেল বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের চলমান উন্নয়নের সঙ্গে প্রকৌশলীরা সরাসরি জড়িত। প্রকৌশলীরা উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরলে তারা বুঝতে পারবেন দেশে কি পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড চলমান এবং তা থেকে তারা কি সুফল পেতে পারেন। তাই তারা সরকারের উন্নয়ন সমূহ মানুষের কাছে তুলে ধরতে পারেন। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী রশিদ আহমেদ চৌধুরী, প্রকৌশলী এমএ রশিদ, প্রকৌশলী খোরশেদ উদ্দিন আহমেদ বাদল, প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, প্রকৌশলী মনসুর, প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, বিপিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী অশোক কুমার চৌধুরী, প্রকৌশলী মাঈন উদ্দিন জুয়েল, প্রকৌশলী নুর উদ্দিন আহমেদ, প্রকৌশলী হোসেন ইমাম, প্রকৌশলী ইফতেখার, প্রকৌশলী পারভেজ, প্রকৌশলী রোকনঊজ্জামানসহ আরও অনেকে।

# ০৫/০৯/২০২১, চট্টগ্রাম #