চলমান সংবাদ

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

দেশে করোনাভাইরাস সংক্রমণের দেড় বছর পর বন্দরনগরী চট্টগ্রামে সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়াল। এইসময়ে মারা গেছেন সহস্রাধিক। রোববার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২০ জন। এরমধ্যে নগরীর ৬২ জন এবং ৫৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সংক্রমণের হার ১১ দশমিক ৮২ শতাংশ। চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।গত বছরের ৩ এপ্রিল দামপাড়ায় শনাক্তের মাধ্যমে চট্টগ্রামে সংক্রমণের যে সূচনা হয়, তা ওই বছরের শেষ ৯ মাসে প্রায় ৩০ হাজার আক্রান্ত হয়েছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ এসেই চট্টগ্রামে ব্যাপক প্রাণহানির পাশাপাশি সংক্রমণও আশঙ্কাজনক হারে বাড়ে। যেখানে প্রথম ৯ মাসে ৩০ হাজার করোনায় আক্রান্ত হয়, সেখানে চলতি বছরের গত ৮ মাসেই প্রায় ৭০ হাজারের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হয়। অর্থাৎ মোট এক লাখ করোনা আক্রান্ত রোগীর মধ্যে ৩০ শতাংশ ২০২০ সালে হলেও ২০২১ সালে আক্রান্তের সংখ্যা তা উদ্বেগজনকহারে বেড়েছে, যার পরিমাণ প্রায় ৭০ শতাংশ। সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নগরীর বাসিন্দা ৭২ হাজার ৬৫২ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ২৭ হাজার ৩৯৩ জন। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট এক হাজার ২৪৬ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৬৯৫ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৫৫১ জন।
#০৫/০৯/২০২১, চট্টগ্রাম #