চলমান সংবাদ

বিআরটিএ অফিসে দালাল চক্রের উৎপাত

– ২১ দালালকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসে দালাল ছাড়া কোনো কাজ হয় না সেবা প্রার্থীদের এমন অভিযোগ দীর্ঘদিনের। দালালের ছাড়া কাজ করতে গেলেই মাসের পর মাস হয়রানি হতে হয়। অভিযোগ রয়েছে, মোটরযান লাইসেন্স ও ড্রাইভিং রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের কাছ থেকে দুই থেকে তিনগুণ বেশি টাকা টাকা আদায় করে দালাল চক্র। দালালের উৎপাত বেড়ে যাওয়ায় এবং সেবাপ্রার্থীদের হয়রানি বেড়ে যাওয়ার অভিযোগ পেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব-৭। এসময় ২১ দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নতুনপাড়া এলাকায় বিআরটিএ কার্যালয়ে র‌্যাব, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব এই অভিযান চলে। অভিযানে ২১ জনকে বিভিন্ন পরিমাণে আর্থিক জরিমানা এবং একজনকে তিন দিনের কারাদন্ড দেওয়া হয়। ‘বিআরটিএর দালাল’ হিসেবে পরিচিত এসব ব্যক্তি যানবাহনের লাইগেহ্ন তৈরি থেকে শুরু করে সব ধরনের নবায়ন কাজ নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ আছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ জানান, প্রথমে ৩১ জনকে আটক করা হলেও যাচাই-বাছাই শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয়জনকে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত একজনকে তিনদিনের জেল এবং বাকি ২১ জনকে বিভিন্ন মেয়াদে অর্থদন্ড দেয়া হয়। ২১ জনের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। র‌্যাব-৭ এর কর্মকর্তা মেজর মেহেদী হাসান জানান, সারাদেশে একযোগে অভিযানের অংশ হিসেবে সকাল থেকে বিআরটিএতে এই অভিযান চলে। তারা দীর্ঘদিন ধরে ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স-টোকেন ও ফিটনেস সার্কিফিকেটসহ নানা কাজে সেবাপ্রত্যাশী লোকদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করে হয়রানি করছিল। এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয়। এর মধ্যে ২২ জনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের অর্থদন্ড দেয়া হয়। র‌্যাব এর আগেও বিআরটিএতে দালালচক্রের বিরুদ্ধে কয়েক দফা অভিযান চালিয়েছিল। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশও অভিযানে উপস্থিত ছিলেন। এর আগে গত ১৩ জুন বিআরটিএ কার্যালয়ে আকস্মিক অভিযান চালিয়ে ২১ ‘দালালকে’ গ্রেপ্তার করেছিল র‌্যাব। আগস্টে আরেক দফা অভিযানে আটক করা হয়েছিল ১৮ জনকে। # ০৫.০৯.২০২১ চট্টগ্রাম #