চলমান সংবাদ

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহায়তা পেলেন ৫৫০ অসহায় মানুষ

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেলেন সাড়ে পাঁচশ’ অসহায় মানুষ। রোববার (৫ সেপ্টেম্বর) সকালে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সোনালী ব্যাংক লিমিটেডের সহযোগিতায় এ সহায়তা দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ স ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার মহাব্যবস্থাপক আলী আশরাফ আবু তাহের, উপ মহাব্যবস্থাপক মো. নুরুল হক ও ব্যাংকের চট্টগ্রাম উত্তরের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ হোছাইন। মোহাম্মদ মমিনুর রহমান বলেন, উদ্ভূত কোভিড পরিস্থিতি মোকাবেলায় উন্নত বিশ্বের অনেক দেশ যেখানে হিমশিম খেয়েছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্ব এবং কর্মপরিকল্পনায় বাংলাদেশের অর্থনীতি এগিয়ে চলেছে। একসময় যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো আজ সেই দেশ প্রতিটি নির্দেশক সূচকে প্রতিবেশী অনেক দেশকেই ছাড়িয়ে গেছে। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউন চলাকালীন সময়ে সমাজের অস্বচ্ছল কেউ যাতে অভুক্ত না থাকে তা দেখার জন্য জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী সমাজের অসহায় ও কর্মহীন মানুষকে সহযোগিতার আওতায় আনা হয়েছে।

# ০৫.০৯.২০২১ চট্টগ্রাম #