চলমান সংবাদ

চট্টগ্রামে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চিনি-ভোজ্যতেলের দাম ইলিশের দাম ক্রেতাদের নাগালের বাইরে

চট্টগ্রামে খুচরা ও পাইকারিতে চিনি ও ভোজ্যতেলের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। দুটি পণ্যের দামই সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৪ থেকে ৫ টাকা। সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে লিটারে তিন থেকে চার টাকা পর্যন্ত বেড়ে প্রতি লিটার পাম তেল ১২০ টাকা, পাম সুপার তেল ১২২ টাকা, খোলা তেল ১৩০ টাকা, প্রতি লিটার বোতলজাত তেল ১৪০ থেকে ১৫০ টাকা (কোম্পানিভেদে) ও পাঁচ লিটার বোতলজাত তেল সাড়ে ৬শ’ থেকে ৭শ’ টাকায় (কোম্পানিভেদে) বিক্রি হচ্ছে। অপরদিকে পাইকারি বাজারেও মণ প্রতি ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে তেলের দাম। বৃহত্তর ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে প্রতিমণ পাম তেল ৪ হাজার ৪৮০ টাকা, পাম সুপার তেল ৪ হাজার ৫৮০ টাকা, সয়াবিন তেল ৪ হাজার ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ফলে এর প্রভাব পাইকারি ও খুচরা বাজারে পড়েছে। এদিকে একমাসেরও বেশি সময় ধরে অস্থির রয়েছে চিনির বাজার। স্বাভাবিক সময়ে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হওয়া চিনি গত সপ্তাহে ৭৫ টাকায় বিক্রি হয়। কিন্তু সপ্তাহের ব্যবধানে শুক্রবার (৩ সেপ্টেম্বর) তা ৭৭ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম ৫ টাকা কমে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া নগরের কাজীর দেউড়ি ও রিয়াজউদ্দীন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতি কেজি মসুর ডাল ১০৫ টাকা, ছোলা মানভেদে ৬৫ থেকে ৭০ টাকা, ময়দা ৪৫ টাকা কেজি, আদা মানভেদে ৮০ থেকে ১০০ টাকা, হলুদ মানভেদে ১৪০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে মাছের বাজারে ইলিশের দাম ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। বাড়তি দাম থাকায় ভরা মৌসুমেও ইলিশের স্বাদ নিতে পারছেন না সাধারণ মানুষ। বাজারে বড় আকারের ইলিশ ১৩শ’ থেকে ১৪শ’ টাকা, মাঝারি আকারের ইলিশ ৮শ’ থেকে ১ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতিকেজি তেলাপিয়া ১৮০ টাকা, রুই-কাতলা আকারভেদে ২৫০ থেকে ৩শ’ টাকা, মৃগেল ২২০ টাকা, পাবদা আকারভেদে ৪০০ থেকে ৫০০ টাকা, চিংড়ি ৬শ’ টাকা, পাঙ্গাশ ১৩০ থেকে দেড়শ টাকা, রূপচাঁদা আকারভেদে সাড়ে ৪শ’ থেকে সাড়ে ৭শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে বাজারে সব ধরণের সবজির দাম অপরিবর্তিত অবস্থায় রয়েছে। বাজারে প্রতি কেজি বরবটি ৫০ থেকে ৬০ টাকায়, পটল ৪০ টাকা, বেগুন ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, কচু ৪০ টাকা, করলা ৬০ টাকা, চাল কুমড়া ৪০ টাকা, লাউ ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া চিচিঙ্গা-পটল-ঢেঁড়স ৪০ টাকায়, আলু ২০ থেকে ২৫ টাকায়, পেপে ২৫ থেকে ৩০ টাকায়, শসা ৬০ টাকায় বিক্রি হয়। অপরদিকে মাংসের বাজারেও সপ্তাহের ব্যবধানে দামের পার্থক্য হয়নি। বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১২০ টাকা, সোনালী ২২০ টাকা ও দেশি মুরগি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতিকেজি গরুর মাংস ৫৮০ থেকে ৬০০ টাকা ও খাসির মাংস ৮০০ থেকে সাড়ে ৯শ’ টাকায় বিক্রি হচ্ছে।

# ০৩.০৯.২০২১ চট্টগ্রাম #