চলমান সংবাদ

অর্থ আত্মসাতের দায়ে চসিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন সহকারীকে অব্যাহতি

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাবদ আসা ৯৮ হাজার সাড়ে তিনশ টাকা আত্মসাতের দায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের উত্তর হালিশহর ২৬ নম্বর ওয়ার্ডের অস্থায়ী কর্মচারী মো. ওমর ফারুককে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার ( ১ সেপ্টেম্বর) চসিকের সচিব খালেদ মাহমুদ সাক্ষরিত এক অফিস আদেশে তাকে অব্যাহতি দেওয়া হয়। এতে কারণ হিসেবে সরকারি অর্থ আত্মসাৎসহ নানা কারণ উল্লেখ করা হয়। চসিক সূত্রে জানা যায়, চসিকের সচিবের দপ্তর থেকে জম্ম নিবন্ধন সহকারী (অস্থায়ী) মো. ওমর ফারুককে ২০১৫ সাল থেকে ২০২১ সাল পযর্ন্ত ১৬ বার কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। এরপরও ওমর ফারুক সংশোধন হননি। চসিক নিয়মনুযায়ী ওয়ার্ড পর্যায়ে জম্ম ও মৃত্যু নিবন্ধন বাবদ প্রত্যেক মাসের আদায়কৃত অর্থ পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে নির্ধারিত ব্যাংকে জমা দিতে হয়। কিন্তু ওমর ফারুক সেই অর্থ ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন। চসিক সচিব খালেদ মাহমুদ বলেন, উত্তর হালিশহর ২৬ নম্বর ওয়ার্ডের জম্ম ও মৃত্য নিবন্ধন সহকারী (অস্থায়ী) মো. ওমর ফারুকের বিরুদ্ধে র্দীঘদিন থেকে নানাবিধি অভিযোগ ছিল। অনেকবার তাকে সর্তক হতে নোটিশ দেওয়া হয়। তবুও সে সংশোধন হয়নি। কয়েক মাস আগের জম্ম ও মৃত্য নিবন্ধনের ৯৮ হাজার ৩৫০ টাকা চসিকের ব্যাংক হিসাবে জমা না করে নিজের কাছে রেখে দেয়। তাই তাকে চসিক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্প্রতিবার (২ সেপ্টেম্বর) চসিকের ব্যাংক হিসাবে সেই টাকা জমা হয়েছে।
# ০২.০৯.২০২১ চট্টগ্রাম #