চলমান সংবাদ

চট্টগ্রামে শোক দিবসের অনুষ্ঠানে আ.লীগের দুই পক্ষের গোলাগুলি, ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের জের ধরে গোলাগুলির এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে চন্দনাইশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের জুনুসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে প্রায় একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাগিচারহাট এলাকায় মহাসড়কের পাশে মক্কা পেট্রোল পাম্পের পাশে জাতীয় শোক দিবস ও একুশে আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সন্ধ্যায় আলোচনা সভা, রাতে মেজবানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের জুনু। প্রধান অতিথির আগে বক্তব্য দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। সভার এক পর্যায়ে সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের দুটি পক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারি শুরু হয়। এরপর সভামঞ্চ লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে একদল তরুণ-যুবক। মারামারি থেকে সংঘর্ষের এক পর্যায়ে গোলাগুলি শুরু হয়। এতে স্থানীয় নেতারা আর বক্তব্য দিতে না পেরে সভাস্থল ত্যাগ করে পাশে একটি কমিউনিটি সেন্টারে গিয়ে আশ্রয় নেন। পরে ওই কমিউনিটি সেন্টারে ও সড়কে অসংখ্য গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা চলে যাওয়ার পর সভা আহ্বানকারীরা মহাসড়কে এসে অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে এবং মহাসড়কে যানজট তৈরি হয়। স্থানীয়রা বলছেন, স্থানীয় কাউন্সিলর তৈয়ব আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী অনুষ্ঠানস্থলে হামলা চালায়। হামলাকারী সন্ত্রাসীদের প্রতিহত করতে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগ নেতা জসিম, চন্দনাইশ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর লোকমান হোসেন এবং নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগ নেতা হেলাল ও রিপন গুরুতর আহত হয়। চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এরপর মহাসড়কে ব্যারিকেড দেওয়া হয়। আমরা দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আধাঘণ্টা যানবাহন চলাচলে সমস্যা হয়েছে। এরপর আমরা সবকিছু স্বাভাবিক করেছি। সংঘাতে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

# ৩০.০৮.২০২১ চট্টগ্রাম #