চলমান সংবাদ

চট্টগ্রামে ইলিশের উৎপাদন বেড়েছে ১,২৭৩ মেট্রিকটন 

চট্টগ্রামে ২০২০-২০২১ অর্থ বছরে ইলিশের উৎপাদন হয়েছে ৬ হাজার ৯৫৬ দশমিক ৬৩ মেট্রিকটন। এর আগের অর্থ বছরে উৎপাদন হয়েছিল ৫ হাজার ৬৮৩ দশমিক ৭১ মেট্রিকটন। আগের অর্থ বছরের থেকে ২০২০-২০২১ অর্থ বছরে বেড়েছে ১ হাজার ২৭৩ মেট্রিকটন বেশি।
আজ শনিবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এ সময় ফারহানা লাভলী বলেন, ‘ইলিশের প্রজনন মৌসুমে নদীতে জাটকা নিধন বন্ধের ফলে এবং মা ইলিশ রক্ষার মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সামুদ্রিক মাছের উৎপাদন বৃদ্ধিতে অন্যতম ভূমিকা ইলিশ মাছের।’
তিনি বলেন, ‘বিশ্বে সামুদ্রিক ও উপকূলীয় ক্রাস্টাশিয়া ও ফিনফিশ উৎপাদনে যথাক্রমে অষ্টম ও বারতম স্থান অধিকার করেছে বাংলাদেশ। গত বছরও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা মাছ নিয়ে তাদের দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ২০২০ শিরোনামে প্রকাশিত বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাদু পানির উন্মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। এছাড়া বাংলাদেশ গেল বছর মাছের উৎপাদন বৃদ্ধির হারে বিশ্বে দ্বিতীয় অবস্থান অর্জন করে। সারাবিশ্বে প্রাকৃতিক উৎস থেকে মোট ৯০ লাখ টন মাছ উৎপাদন হয় যেখানে বাংলাদেশে উৎপাদন হয় ১০ লাখ টন। এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশি প্রজাতির মাছের উন্নত জাত উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশে মাছ উৎপাদন বেড়েই চলছে।’
এসময় উপস্থিত ছিলেন সাস্টেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক অধীর চন্দ্র দাস।

# চট্টগ্রাম, ২৮ আগস্ট, ২০২১ (বাসস) #

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button