চলমান সংবাদ

রসায়ন অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব শুক্রবার অনলাইনে হবে

একাদশ বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড আগামীকাল শুক্রবার সকালে দেশব্যাপী ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। বাংলাদেশ রসায়ন সমিতি চট্টগ্রাম অঞ্চল আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, কোভিড-১৯’র কারণে প্রতিযোগিতা অনলাইনে শুক্রবার সকাল ১০টা-১১টা অনুষ্ঠিত হবে। এবারের অলিম্পিয়াডের প্রাথমিক পর্বে সারাদেশে মোট ২০৭০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এদের মধ্যে ১৩১৯ জন ছাত্র এবং ৭৫১ জন ছাত্রী। পরীক্ষা গ্রহণ করা হবে গুগল ফর্মসের মাধ্যমে। পরীক্ষার লিংক পরীক্ষার্থীদের কাছে তাদের ভেরিফাইড ই-মেইল ঠিকানায় পরীক্ষার দিন সকালে পাঠানো হবে। এবার পরীক্ষা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের আইসিটি ল্যাবে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। প্রাথমিক পর্যায়ে মনোনীতদের লিখিত পরীক্ষা, বাছাই ও প্রশিক্ষিণ শেষে চূড়ান্তভাবে মনোনীত চারজন আন্তর্জাতিক অলিম্পিয়াডের ৫৪তম আসরে অংশ নেবে। ২০২২ সালের জুলাই মাসে চীনের তিয়ানজিন শহরে ওই আসর বসবে। লিখিত বক্তব্যে একাদশ বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২০ জাতীয় কমিটির কনভেনর অধ্যাপক ড. নূ ক ম আকবর হোসেন বলেন, ৫৩তম আসরে চলতি বছরের জুলাই মাসে জাপানের ওসাকা শহরে প্রথমবারের মত বাংলাদেশের চারজন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে তিনজনই সাফল্যের সাক্ষর রেখে অনারারি মেডেল পেয়েছে। প্রথমবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে এই অর্জন অত্যৗল্প গৌরবের। পাকিস্তান বহু বছর ধরে অংশ নিয়েও কোনো পদক পায়নি। সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি ও সাবেক মুখ্য সচিব আবদুল করিম বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি রসায়ন অলিম্পিয়াড আয়োজনের মধ্য দিয়ে দেশে রসায়ন চর্চার ক্ষেত্রে নতুন দিনের সূচনা হবে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এটা একটা মাধ্যম। বাংলাদেশে ধারাবাহিকভাবে রসায়ন অলিম্পিয়াড আয়োজনের সুফল আমরা পেতে শুরু করেছি। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কো-কনভেনর অধ্যাপক ড. মো ইদ্রিস আলী বলেন, এবার অলিম্পিয়াড আয়োজনের কেন্দ্র চট্টগ্রাম। দেশের সার্বিক উন্নয়নে রসায়ন বিজ্ঞান চর্চা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশে রসায়ন চর্চার টেকসই ভিত তৈরির জন্য রসায়ন অলিম্পিয়াড আয়োজন অবিকল্প। সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ রসায়ন সমিতির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, আঞ্চলিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নূরুল আনোয়ার ও সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও কো-কনভেনর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রামগঞ্জ সরকারি কলেজের ড. মো. জাহাঙ্গীর আলম, সিটি কলেজের সহকারী অধ্যাপক কিরিটি দত্ত ও সহকারী অধ্যাপক তাপস পাল।

# ২৫.০৮.২০২১ চট্টগ্রাম #