চলমান সংবাদ

চট্টগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান

 বিএসটিআই’র অনুমোদন না নিয়ে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন অনুমোদন ছাড়াই পণ্যের প্যাকেটের গায়ে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় চট্টগ্রামের জনপ্রিয় প্রতিষ্ঠান মেসার্স ফ্লেভার্স সুইটস এন্ড কনফেকশনারীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ আগস্ট) নগরের লালখানবাজার এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। এসময় সঙ্গে ছিলেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, প্রতিষ্ঠানটি বিএসটিআই’র সিএম লাইসেন্স না নিয়ে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে বিক্রি করছিল। পাশাপাশি তারা বিএসটিআই’র লোগো (মানচিহ্ন) ব্যবহার করছিল। এই অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়। এদিকে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে দু’টি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করায় দুই ব্যক্তিকে ৭০০ টাকা অর্থদন্ড দেন আদালত। বুধবার (২৫ আগস্ট) চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে বেকারিপণ্য উৎপাদন করায় দুই বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
# ২৫.০৮.২০২১ চট্টগ্রাম #