কোভিড পীড়িত দুস্থ-অসহায় মানুষের মাঝে জনতা ব্যাংকের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

বিশ্বব্যাপী করোনা মহামারী দুর্যোগকালীন সময়ে কোভিট পীড়িত দুস্থ-অসহায় পরিবারসমূহ ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। জনতা ব্যাংক এরিয়া অফিস, চট্টগ্রাম (এ)-র উদ্যোগে এই ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন জনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগের জেরারেল ম্যানেজার কামরুল আহছান। বৃহস্পতিবার সকালে জনতা ব্যাংকের টেরীবাজার শাখায় ক্রান সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্যাংক’র ডেপুটি জেনারেল ম্যানেজার শ্যামল বিশ্বাস। ত্রাণ সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে কামরুল আহছান সমাজের অবস্থাসম্পন্ন ধনী ব্যক্তিদের দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। পাশপাশি সাধারণ মানুষকে সরকারি নিয়ম অনুযায়ী করোনা ভ্যাক্সিন গ্রহণেরও আহবান জানান। এছাড়া এই ত্রাণ বিতরণ উদ্যোগ ধারাবাহিক থাকবে বলে ঘোষণা দেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক প্রাক্তণ ব্যাংকার পংকজ বোস, জনতা ব্যাংক টেরীবাজার শাখার ব্যাবস্থাপক মোহাম্মদ মঈনুদ্দিন, জনতা ব্যাংক এরিয়া অফিসের পিও এসএম নাসিরুদ্দিন ও সাংবাদিক প্রীতম দাশ।
