চলমান সংবাদ

প্রাণ প্রকৃতি ধ্বংস করে সিআরবিতে হাসপাতাল চট্টগ্রামবাসী হতে দেবে না

“সিআরবি নিয়ে আমরা আন্দোলন করছি গাছ রক্ষার জন্য,জনগণের সম্পদ রক্ষার জন্য।লুটেরা মুনাফাখোর ইউনাইটেডের হাত থেকে চট্টগ্রামের ফুসফুস বাঁচাতে।এই লড়াই লুটেরা মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে।যারা বাংলাদেশের পরিবেশ লুট করছে।জনগণের স্বাস্হ্য ব্যবস্হা গত ৫০বছরে লুট করেছে।বাংলাদেশের লুটেরারা একের পর এক জনগণের সম্পদ লুট করে এখন চট্টগ্রামের ফুসফুসে হাত দিয়েছে।আমরা চট্টগ্রামের জনগণ ইউনাইটেডের এই লুন্ঠনকে রুখে দেবো।আপনারা সবাই  লুন্ঠনের বিরুদ্ধে আমাদের আন্দোলনে ঐক্যবদ্ধ হোন” সিআরবি রক্ষা মঞ্চ, চট্টগ্রামের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আজ বিকেল ৪টায় নগরীর টাইগার পাস মোড়ে মঞ্চের সমন্বয়ক ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন,গণমুক্তি ইউনিয়ন’র জেলা সভাপতি রাজা মিয়া,গণসংহতি আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমি,জাতীয় মুক্তি কাউন্সিল(পূর্ব-৩)সদস্য সচিব এডভোকেট আমীর আব্বাস,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়ক অপু দাশগুপ্ত,বাসদ জেলা নেতা মহিন উদ্দিন,বাসদ(মার্কসবাদী)-র জেলা নেতা জাহেদুন্নবী কনক,গণ অধিকার চর্চা কেন্দ্রের মসিউর রহমান খান,বিপ্লবী তারেকশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সিঞ্চন ভৌমিক, এলাকাবাসীর পক্ষে শান্তুনু দাশ এবং এসডিজি ইয়ুথ ফোরামের পক্ষে নেমান উল্লাহ বাহার।সভা পরিচালনা করেন  রায়হান উদ্দিন।

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর সড়ক প্রদক্ষিণ করে টাইগার পাসের আমবাগান এসে শেষ হয়।

সমাবেশ থেকে আগামীকাল ২০ আগস্ট,বিকাল ৪ টায় সিআরবিতে  সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার আহবান জানানো হয়।

# ১৯ আগস্ট ২০২১, প্রেস বিজ্ঞপ্তি #