চলমান সংবাদ

চট্টগ্রামে সংক্রমণ কমলেও মৃত্যু কমছে না

চট্টগ্রামে করোনা সংক্রমণের হার কমলেও মৃত্যুর হার কমছে না। গত ২৪ ঘণ্টায়ও চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জনই উপজেলার বাসিন্দা। এ ছাড়াও চট্টগ্রামে নতুন করে আরো ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ শতাংশের বেশি। অথচ জুলাই মাস ও আগস্টের প্রথম এক সপ্তাহে সংক্রমণ হার ৩০ থেকে ৩৬ শতাংশে পৌঁছেছিল। সংশ্লিষ্টরা বলছেন লকডাউন, গণটিকাদানের কারণে সংক্রমণ কমছে। এছাড়া করোনায় শনাক্ত ও মৃত্যু বাড়ায় অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন। সেকারণেও কমছে সংক্রমণ। চিকিৎসকরা বলছেন টিকা নিলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিকে লকাডাউন তুলে দিলেও স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনকে নজরদারির কথা বলছেন সংশ্লিষ্টরা। না হলে আবারও বাড়বে সংক্রমণ। জেলা সিভিল সার্জন কার্যালয় ও ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে, সোমবার চট্টগ্রামের ১২টি ল্যাবে সর্বমোট ২ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৪৩৮ জনের ফলাফল পজিটিভ আসে। এদের মধ্যে ২৭৯ জন নগরের আর ১৫৯ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯৫ হাজার ৫১৬ জনের। শনাক্তের মধ্যে নগরে ৭০ হাজার ৫৪ জন। উপজেলায় ২৫ হাজার ৪৬২ জন। এ পর্যন্ত করোনায় মোট ১১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৫৩ জন নগরের। উপজেলায় মারা গেছেন ৪৮৬ জন । চিকিৎসকরা বলছেন ভারতীয় ধরনে (ডেল্টা প্রজাতি) চট্টগ্রামে সংক্রমণ হার বাড়ছে। করোনার সংক্রমণ বাড়লে মানুষ মাস্ক পরতে উদাসীন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। মাস্ক পরতে হবে। হাত ধোয়ার অভ্যাস থাকতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে।

# ১৭.০৮.২০২১ চট্টগ্রাম #