চলমান সংবাদ

শহিদ স্মৃতি পাঠাগারের জাতীয় শোক দিবস পালন

গতকাল ১৫ই আগস্ট,২০২১ রোজ রবিবার শহিদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে পাহাড়তলীস্থ নিজ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্ষা দেবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রনি কান্তি দেব, দিপা পাল, টাইসেন পিনারো, ইমা পাল, জয়শ্রী রায়, মুক্তা পাল প্রমুখ। সভা সঞ্চালনা করেন দূর্বার দেবনাথ। আলোচনা সভায় বক্তারা বলেন, “আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করা হয়।সেদিন ছিল ১৫ আগস্ট,১৯৭৫। বঙ্গবন্ধু কে হত্যার পরে শুরু হয় স্বৈরাচারী শাসন। বাংলাদেশ চেপে বসেছিলো সাম্প্রদায়িকয়তা, পুঁজিবাদের শাসন। বাড়তে লাগলো আবার মানুষে মানুষে বিচ্ছিন্নতা। সমাজের বৈষম্য দিনে দিনে প্রকট আকার ধারণ করে। স্বাধীনতার পাঁচ বছর পার হতে না হতে গণতন্ত্র হারিয়ে ফেলে বাংলাদেশ। সমাজতন্ত্র আদর্শ হারিয়ে যায়। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশটি আত্মনির্ভরশীল হবে। মানুষ দু’বেলা আহার পাবে, মাথার ওপর চাল থাকবে, শিক্ষিত হবে, সব মানুষের কর্মসংস্থান ও সুস্বাস্থ্য থাকবে এবং সমাজে সংহতি থাকবে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন প্রান্তিক অঞ্চলের কৃষক শ্রমিকের চোখ দিয়ে। বীর বাঙলির সোনার বাংলা ফিরে আসুক। কিন্তু কিছুই হতে পারলো নাহ। সমাজে বিত্তশালী ও ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে থাকে আর প্রভাবশালীরা দীর্ঘস্থায়ী হয়।” বক্তারা আরো বলেন, “বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখে গিয়েছিলেন তা পূরণ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাজে যে অশুভ শক্তি রয়েছে তাকে গোড়া থেকে নিধন করতে হবে।দল, মত, জাতি, ধর্ম-বর্ণ সবাইকে এক সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করতে হবে। তরুণ প্রজন্ম যাতে সঠিক পথে রাখা যায় সেদিকে সদা দৃষ্টি রাখতে হবে। সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারলে আলোয় আলোকিত হবে এই সমাজ, এই রাষ্ট্র এবং পৃথিবী। আর পূর্ণ হবে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন।” আলোচনা সভার শুরুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

# ১৬ আগস্ট ২০২১, প্রেস বিজ্ঞপ্তি #