চলমান সংবাদ

‘প্লাস্টিকের ফুল’ দিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদনের আয়োজন প্রচন্ড ক্ষুব্ধ চসিক মেয়র

জাতীয় শোক দিবসে প্লাস্টিকের ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর আয়োজন দেখে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন-চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। ‘প্লাস্টিকের ফুল’ দেয়ার ঘটনায় উপস্থিত কাউন্সিলরসহ সকলেই হতবাক হয়েছেন। বললেন, শোক দিবসের এ আয়োজনে প্লাস্টিকের ফুলের তোড়া আনা ‘অশ্রদ্ধার মানসিকতা’। তবে চসিক’র শোক দিবসের আয়োজনের দায়িত্বে থাকা চসিক সচিব খালেদ মাহমুদ পুরো বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘এ ধরনের কোন ঘটনাই ঘটেনি।’ প্রত্যক্ষদর্শীরা জানান, শোক দিবসের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে রবিবার সকালে টাইগারপাসের চসিক অফিসের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গেলে মেয়রের হাতে প্লাস্টিকের ফুলের তোড়া তুলে দেওয়া হয়। চসিক’র পক্ষ থেকে ফুলের তোড়াটি হাতে নিয়ে দেখতে পান এটি প্লাস্টিক ফুল দিয়ে বানানো। ফুল হাতে নিয়েই ‘অগ্নিমূর্তি’ ধারন করেন মেয়র। রেগে গিয়ে মেয়র বললেন, প্লাস্টিকের ফুল কেন? জাতির পিতাকে প্লাস্টিকের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে ? নির্দেশ দেন প্রাকৃতিক ফুলের তোড়া আনার। এরপর মেয়র বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের স্থান থেকে চলে যান চসিক অফিসে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট শহীদদের স্মরণে মিলাদ মাহফিলে যোগ দিতে। পরে প্রায় আধঘণ্টা পর তড়িঘড়ি করে আবার তাজা ফুলের তোড়া আনা হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মেয়র রেজাউল করিম। চসিক সূত্রে জানা যায়, জাতীয় শোক দিবসে ফুলের তোড়াটি চসিক সচিবের তত্ত্বাবধানেই ছিল। চসিকের প্যানেল মেয়র বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি খূবই দুঃখজনক ও অনাকাঙ্খিত। তবে মেয়র মহোদয় ও আমরা বিষয়টি দেখার সাথে সাথে তাৎক্ষনিকভাবে ফুলের তোড়াটি পরিবর্তন করে আনা হয়। এটি কোন কারণে ভুল হয়েছে হয়তো। ইচ্ছাকৃত ভুল নয়। এ ব্যাপারে জানতে চাইলে দৃষ্টি আকর্ষণ করা হলে চসিক সচিব খালেদ মাহমুদ বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি। এগুলো সব মিথ্যা কথা। সব ঠিকঠাকভাবে হয়েছে। তোড়ায় কোন প্লাস্টিকের ফুল ছিল না। সিটি কর্পোরেশনে নানা গ্রুপিং আছে। অযথা অপপ্রচার করে নাজেহাল করার জন্যই এটি বলা হচ্ছে। সিটি মেয়র রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এগুলো কোন বিষয় নয়। সিটি কর্পোরেশনের কি টাকার অভাব হয়েছে ? নাকি নগরীতে প্রাকৃতিক ফুলের অভাব হয়েছে? যে সিটি কর্পোরেশনকে প্লাস্টিকের ফুল দিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হবে ?
# ১৫.০৮.২০২১ চট্টগ্রাম #