চলমান সংবাদ

আফগানদের আশ্রয় দিতে আমেরিকার অনুরোধ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ

কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের এক অনুরোধ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিবিসি বাংলার কাদির কল্লোলকে বলেছেন মার্কিন সরকারের পক্ষ থেকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কাছে এই অনুরোধ জানানো হয়েছিল। মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার মার্কিন সরকারের কাছে এ ব্যাপারে কতগুলো প্রশ্নের উত্তর চেয়েছিল – কতজন আফগানকে আশ্রয় দিতে হবে? কতদিনের জন্য দিতে হবে? এবং আর কোনো কোন দেশকে এই অনুরোধ করা হয়েছে?

মি মোমেন বলেন, এসব প্রশ্নের উত্তর না পাওয়ায় আজ (সোমবার) বাংলাদেশ তাদের অপরাগতা জানিয়ে দিয়েছে। মন্ত্রী বলেন, তারা যুক্তরাষ্ট্রকে বলেছেন এমনিতেই ১১ লাখ রোহিঙ্গা শরণার্থী নিয়ে বাংলাদেশ হিমশিম খাচ্ছে, ফলে নতুন কোনো শরণার্থী নেয়া এখন সম্ভব নয়।

সূত্রঃ বিবিসি বাংলা