চলমান সংবাদ

বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামে জাতীয় শোক দিবস পালিত

গভীর শোক, বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যদিয়ে চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোককে শক্তিতে রূপান্তর করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সুখি সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গিকার করে রবিবার সকাল থেকে চট্টগ্রামের রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। জাতির জনকের প্রতিকৃতিতে অশ্রুসিক্ত নয়নে পুষ্পস্তবক অর্পন করেন চট্টগ্রামের হাজার হাজার মানুষ। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে জনসমাগম এড়িয়ে সংক্ষি প্ত পরিসরে পুষ্পস্তবক অর্পণ, সভা, দোয়া মাহফিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্মরণ করা হয়। নগরীর বিভিন্ন অলিগলিতে কালো পতাকা উত্তোলন, মাইকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পাশাপাশি দেশাত্ববোধক গান, দুস্থ ব্যক্তিদের জন্য খাবারের ব্যবস্থা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, শোক র‌্যালির মাধ্যমে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এছাড়া জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনসহ সকল সরকারি-বেসরকারি ও স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান দিনটি পালন করে যথাযোগ্য মর্যাদায়। রোববার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল ৯টায় নগরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুরু করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান ও জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর নগরীর দামপাড়াস্থ সিএমপি পুলিশ লাইন্সের জনক চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সিএমপি’র একটি চৌকস দল এ সময় সশস্ত্র সালাম জানায়। এছাড়া নগরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে জেলা সিভিল সার্জন অফিস, চট্টগ্রামের নৌ পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে নৌ পুলিশ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি-বেসরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে হালিশহর বড়পোলে চসিক নির্মিত জাতির জনকের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। একই সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন-চসিক’র প্রধান কার্যালয়ের সামনে নির্মিত জাতির জনকের মূর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র রেজাউল করিম চৌধুরীসহ চসিক’র কর্মকর্তারা। এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের স্মরণে এ সময় বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নগরীর জিইসি মোড়ে কেন্দ্রিয় মসজিদে শনিবার বাদে জোহর খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়-সিভাসু’র উদ্যোগে রবিবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সিভাসু’র কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পণ। বাদ যোহর খতমে কোরআন ও দোয়া মাহফিল। উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ-এর নেতৃত্বে কর্মসূচিগুলোতে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। এসময় চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, বাংলার অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির আলোকবর্তিকা; যাঁর আলোয় বাঙালি জাতি আজ বিশ^ দরবারে স্বমহিমায় আলোকিত; তাইতো তিনি বিশ^ নেতা শেখ মুজিব। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা, বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদে দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মাবলম্বীদের স্ব স্ব উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের নেতারা।
# ১৫.০৮.২০২১ চট্টগ্রাম #