চলমান সংবাদ

সিআরবি নিয়ে তরুণদের অংশগ্রহণে প্রগতির যাত্রীর ভার্চুয়াল আলোচনায় বক্তারা

– সিআরবিতে প্রাণ-প্রকৃতি ধ্বংসকারী হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে আসুন।

সিআরবি এলাকায় প্রাণ প্রকৃতি ধ্বংস করে একটি বেসরকারী হাসপাতাল নির্মাণের উদ্যোগের প্রতিবাদে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে গতকাল শনিবার ৭ আগস্ট রাত ৯টায় অনলাইল নিউজপোর্টাল  ‘প্রগতির যাত্রী ডট কম’ এর উদ্যোগে তরুণ প্রজন্মের ছাত্র-শিক্ষক-সাংবাদিক-স্হপতিদের নিয়ে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও গবেষক ড: মুহম্মদ ওমর ফারুক রাসেল  সিআরবি এর প্রাণ-প্রকৃতি নিয়ে তাঁর সাম্প্রতিক গবেষণাকর্মের প্রতিবেদন তুলে ধরে বলেন, এখানে অনেক বিরল প্রজাতির উদ্ভিদসহ অনেক বিচিত্র ধরণের প্রাণ-প্রকৃতির আবাসস্হল। সব মিলিয়েই একটা ইকো-সিস্টেম। হাসপাতাল নির্মান হলে এখানকার প্রাচীন ও বিরল প্রজাতির  বৃক্ষ, নানা রকমের লতা-গুল্মসহ পুরো ইকো-সিস্টেমই হুমকির সম্মুখীন হবে। চিরতরে বিলীন হয়ে যেতে পারে নান রকমের গাছপালা। তিনি এখানে হাসপাতাল তৈরী করার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের কাছে অনুরোধ জানান। এছাড়া আলোচনায় অন্যান্য অংশগ্রহণকারীরা বলেন, চট্টগ্রামের একটি স্বার্থেন্বেসি মহল পরিকল্পিতভাবে চট্টগ্রামের প্রাণ প্রকৃতিকে ধ্বংস করে চলছে। এখন কেবল চট্টগ্রামের ফুস্ফুস খ্যাত সিআরবি-ই অবশিষ্ট রয়েছে। এই সিআরবিও যদি চট্টগ্রামবাসী রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে মানুষের নিঃশ্বাস নেবারও আর জায়গা পাওয়া যাবেনা। তাই যেকোন মূল্যে চট্টগ্রামের ফুসফুস সিআরবিকে রক্ষা করতে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হুমায়রা শওকতের উপস্হাপনায় সভায় বক্তব্য রাখেন ডেইলি স্টারের সাংবাদিক আবদুল্লা আব্বাস, তরুণ স্হপতি জারীণ তাসনিম বিদিতা ও ঢাকা মেডিকেলের শিক্ষার্থী শ্রেষ্ঠা চৌধুরী।

# ৮ জুলাই ২০২১, প্রগতির যাত্রী ডেস্ক #