চলমান সংবাদ

কল্যাণ তহবিলের নামে শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ

কল্যাণ তহবিলের নামে শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক লীগ নামের সংগঠনের কতিপয় নেতার বিরুদ্ধে। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ঘাট শ্রমিক নেতা রাজা মিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, সদরঘাটে চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক লীগের আওয়াতায় ১১টি ঘাটে পণ্য লোডিং-আনলোডিং কাজ করা এক হাজার সাতশ শ্রমিক। এই শ্রমিকদের মজুরি থেকে দৈনিক একটি অংশ কেটে রাখা হয় শ্রমিক কল্যাণ তহবিলের নামে। বিগত দশ বছরে কর্তনকৃত এই টাকা কল্যাণ তহবিলের নামে ব্যাংক হিসাব করে জমাদানে চেম্বার অব কমার্সের সুনির্দিষ্ট নির্দেশনার থাকার পরও আজ পর্যন্ত হয়নি। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ২০১৬ সালের জুলাইয়ে কল্যাণ তহবিলের নামে আদায়কৃত টাকা একবার সাধারণ শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়। এরপর চলতি বছরের জুলাই মাস পর্যন্ত পাঁচ বছরে শ্রমিকদের মজুরি থেকে তিন কোটি ত্রিশ লাখ টাকা আদায় করা হয়েছে। এই টাকা আমরা সাধারণ শ্রমিকদের বন্টন করার দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, মজুরি থেকে টাকা কাটার বিষয়ে অভিযোগ দিলে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ২০১৭ সালের ২৫ মার্চ ঘাট মালিকদের(ইজারাদার) একটি চিঠি ইস্যু করেন। যাতে তিনি শ্রমিক সংগঠনের নামে মজুরি থেকে টাকা কর্তনের বিষয়টি বন্ধ করার আদেশ দেন। সেইসাথে তখন থেকে সম্পূর্ণ পাওনা শ্রমিকদের পরিশোধ করতে নির্দেশ দেন তিনি। শ্রমিকদের টাকা আত্মসাতকারী এসব নেতা সিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আবদুল কাদের ওরফে মাছ কাদেরের আশ্রয়ে-প্রশ্রয়ে থাকে বলেও তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মনির হোসেন, বাবুল হোসেন, এমদাদুল হক,মো.সাব্বির, কবির মাঝি, আলমগীর শরীফ ও মো আব্বাস প্রমুখ।

# ০৭.০৮.২০২১ চট্টগ্রাম #