চলমান সংবাদ

সিআরবি রক্ষা মঞ্চের সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচী ঘোষণা

 “সিআরবির প্রাকৃতিক পরিবেশ, সংস্কৃতি ও ঐতিহ্যগত এলাকা হিসেবে সংরক্ষণে সিডিএ ও সরকারের সিদ্ধান্ত,সংবিধানের বিধান,শহীদ মুক্তিযোদ্ধাদের কবর,স্মৃতিচিহ্ন সব ধ্বংস ও গুড়িয়ে দিয়ে যারা হাসপাতাল করতে চায়,তারা এ দুঃসাহস এদেশের মাটিতে কিভাবে পায়? এ অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠায় নানা মিথ্যাচারের আশ্রয় নেওয়া হচ্ছে। কিন্তু তাদের চক্রান্ত আমরা সফল হতে দেবনা! যারা আজ সিআরবি ধ্বংস করে হাসপাতাল করার পক্ষে নেমেছেন,তারা চট্টগ্রামবাসীর শত্রু হিসেবে চিহ্নিত হবেন।আমরা স্পষ্ট করে বলতে চাই,জনগণের সংগঠিত আন্দোলনের সামনে সকল মিথ্যাচার,হুমকি,মুনাফালোভী মাফিয়া সিন্ডিকেটের তৎপরতার পরাজয় হবেই হবে।সিআরবিতে হাসপাতাল ও কোন স্থাপনা নির্মাণের সমস্ত অপচেষ্টা আমরা গুঁড়িয়ে দেব।জনগণের জয় হবেই!” আজ সিআরবি রক্ষা মঞ্চের এক প্রস্তুতিসভায় বক্তারা এ কথা বলেন। ‘সিআরবি রক্ষা মঞ্চ’ এর এক প্রস্তুতিসভা আজ বিকাল ৪ টায় পলোগ্রাউন্ডস্থ রেল সুহৃদ পরিবার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গণমুক্তি ইউনিয়ন জেলা সভাপতি মুক্তিযোদ্ধা রাজা মিঞা,রেল সুহৃদ পরিবার সভাপতি রিজওয়ানুর রহমান খান,চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আমিরউদ্দিন,’গণসংহতি আন্দোলন’ সম্বয়কারী হাসান মারুফ রুমী, জাতীয় মুক্তি কাউন্সিল সদস্যসচিব এডভোকেট আমির আব্বাস তাপু,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সমন্বয়ক অপু দাশ গুপ্ত,বাসদ নেতা মহিনউদ্দিন,বাসদ(মার্কসবাদী) সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদ,’উদ্বিগ্ন নাগরিকবৃন্দ’ নেতা জান্নাতুল ফেরদাউস পপি,নিপীড়ন বিরোধী আইনজীবি মঞ্চের যুগ্ম আহবায়ক এড.বিশুময় দেব,বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়,’প্রাণ প্রকৃতি রক্ষা মঞ্চ’ নেতা ফরহাদ জামান জনি,বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ এর সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক,রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি কাজী আনোওরুল হক হানি,রেলওয়ে কারিগর পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ কুদরাত-ই-বারি,রেলওয়ে শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু,আরএসকেএস এর কেন্দ্রীয় প্রচার সম্পাদকএবিএম শফিকুল আলম,রেলওয়ে কারিগর পরিষদের প্রচার সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সিআরবি এলাকাবাসীর প্রতিনিধি শান্তনু দাশ, গণসংহতি আন্দোলনের নেতা নাসির জোশি প্রমুখ। সভায় ডাঃ মাহফুজুর রহমান বলেন,উক্ত প্রকল্পের জন্য চিহ্নিত এলাকায় চাকসুর সাবেক জিএস শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রব,শহীদ মুক্তিযোদ্ধা নজির আহমেদের কবরসহ ১০ জন শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে একটি স্মৃতিস্তম্ভ আছে।মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করে এখানে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের লাখো শহীদের আত্মদানকে চরম অবজ্ঞা প্রদর্শনের সামিল।মুক্তিযোদ্ধা হিসেবে আমি প্রচন্ড ক্ষুব্ধ। বক্তারা আরো বলেন,চট্টগ্রামকে বাসযোগ্য ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে ১৯৯৫ সালে জাতিসংঘের সহায়তায় সিডিএর মাস্টার প্ল্যানে সিআরবি এলাকাকে “স্ট্রেটেজিক ওপেন স্পেস” হিসেবে চিহ্নিত করে। মাস্টার প্ল্যানের আলোকে সিডিএ “ডিটেইল এরিয়া প্ল্যান(ড্যাপ)” প্রণয়ন করে। ২০০৯ সালে যা প্রজ্ঞাপন জারি হয়। ড্যাপ – এ সিআরবি-কে “সংস্কৃতি ও ঐতিহ্য” হিসেবে সংরক্ষণের কথা বলা আছে।প্রজ্ঞাপন জারির পরও ডিটেইল এরিয়া প্ল্যানকে বিবেচনায় না নিয়ে ইউনাইটেড কর্তৃপক্ষের সাথে রেলের এ চুক্তি শুধু আইনগতভাবে অবৈধ তাই নয়,ঘোরতর অপরাধ।সংবিানের ১৮ক অনুচ্ছেদে প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, ২৪ অনুচ্ছেদে বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎপর্যমন্ডিত স্মৃতিনিদর্শন, বস্তু বা স্থান-সমূহকে বিকৃতি বা অপসারণ হতে রক্ষা করার জন্য রাষ্ট্রের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।ফলে ইউনাইটেডের সাথে রেলের এ চুক্তি সম্পূর্ণ সংবিধানবিরোধী।অবিলম্বে এ চুক্তি বাতিল করতে হবে। সভা শেষে সিআরবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক ডাঃ মাহফুজুর রহমান সিআরবিতে আগামী ৬ আগস্ট মানববন্ধন,৮ আগস্ট ইউনাইটেডকে লাল কার্ড প্রদর্শন,৯ আগস্ট সাইকেল রব্যালি,১০ আগস্ট সাংস্কৃতিক প্রতিবাদ,১১ আগস্ট বিক্ষোভ মিছিল ও প্রতিদিন বিকালে প্রতিবাদী অবস্থান কর্মসূচী ঘোষণা করেন। # 04.08.2021 #