চলমান সংবাদ

অসুস্থ সন্তানের জন্য টাকা ধার চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৩

অসুস্থ সন্তানের জন্য ওষুধ কেনার টাকা ধার আনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সহায়তার অভিযোগে এক নারীকেও গ্রেপ্তার করা হয়। রোববার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ড শুনানির দিন পরে নির্ধারণ করে তাদের কারাগারে পাঠিয়েছেন। এর আগে শনিবার (৩১ জুলাই) রাত ১১টায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরের মীরপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কামাল হোসেন প্রকাশ ধামা কামাল (৪২), গিয়াস উদ্দিন (৩০) ও রোকেয়া বেগম (৩৫)। পুলিশ জানায়, শনিবার বিকেল ৪টার দিকে উপজেলা সদরের মীরপাড়ার জাহান ম্যানশনের একটি কক্ষে ধর্ষণের শিকার হন এক নারী। এ ঘটনায় তিনি তিনজনকে আসামি করে ওই রাতেই বোয়ালখালী থানায় মামলা করেন। এজাহারে বলা হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ৭ মাসের অসুস্থ মেয়ের জন্য ওষুধ কিনতে গিয়ে টাকার প্রয়োজন পড়ে ধর্ষণের শিকার গৃহবধূর। এসময় ওই গৃহবধূ তার পূর্বপরিচিত রোকেয়া বেগম নামে এক নারীর সঙ্গে ২ হাজার টাকার জন্য যোগাযোগ করেন। রোকেয়া ওই গৃহবধূকে টাকার জন্য মীরপাড়া এলাকায় বাসায় ডেকে নিয়ে যায়। রফিক নামে একজনকে তাকে নেওয়ার জন্য পাঠান। রফিকের সঙ্গে গৃহবধূ রোকেয়ার ভাড়া বাসায় গেলে তাকে একটি কক্ষে বসতে দেওয়া হয়। পরে সেখানে কামাল ও গিয়াস যান। এরপর রোকেয়ার সহায়তায় গৃহবধূকে আরেকটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে রোকেয়া রুমের বাইরে এসে ছিটকিনি লাগিয়ে চলে যায়। পরে তাকে মারধর করে কামাল ও গিয়াস ধর্ষণ করে। বায়ালখালী থানার ওসি মো. আব্দুল করিম বলেন, গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালানো হয়। শনিবার রাত সাড়ে ১১টার দিকে চালানো এ অভিযানে অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে রোববার আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ড শুনানির দিন পরে নির্ধারণ করে তাদের কারাগারে পাঠিয়েছেন। পাশাপাশি ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

# ০১.০৮.২০২১ চট্টগ্রাম #