শিল্প সাহিত্য

শুভ সকাল

– জাফরুল আহসান

তোমায় দেখে সব সকালই শুভ সকাল
শুভ দুপুর, শুভ বিকেল, শুভস্য রাত
তোমায় দেখে সারাবেলা উথাল পাতাল
পূণ্যস্নানের সঞ্জীবনী স্নিগ্ধ প্রভাত।

তোমায় দেখে তপ্ত দুপুর ছায়ায় লুকায়
শান্ত জলে ডুব শিখেছে শালিক ছানা
শোভন নাচে মন সঁপেছে উর্বশী বায়
শিরশিরিয়ে কাঁপছে শরীর থামতে মানা।

তোমায় দেখে মিষ্টি বিকেল বাঁধনহারা
আবীর মেখে খোলা মাঠে অপেক্ষাতে
পথের ওপর পথ মিশেছে অর্ঘ্য ছাড়া
বায়না ধরে পথ হারাবে তোমার সাথে।

তোমায় দেখে রাতের শরীর অন্তপুরে
হাত-পা ঝাড়ে অকারণে চিরল হাসে
চিরল হাসির নষ্ট টানে রাত দুপুরে
পদ্মদীঘির বুক বরাবর মুক্তো ভাসে।

যখন দেখি তখন আমার সকাল শুরু
শুভ সকাল বলতে পেরে উড়ুউড়ু
কুসুম ভোরে খোলা মাঠে দাঁড়িয়ে থাকি
কেমন আছো, মন ভেজানো ভোরের পাখি?

 

(অলঙ্করণঃ আদিবা তাসনিম বানু, শিক্ষার্থী, ৭ম শ্রেণি, সেন্ট মেরিস স্কুল)