চলমান সংবাদ

চট্টগ্রামে করোনা শনাক্ত বাড়ছেই, গড়েছে নতুন রেকর্ড

চট্টগ্রামে করোনা শনাক্ত বাড়ছেই। শুধু চলতি সপ্তাহেই তিন বার ভেঙেছে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এক দিনের ব্যবধানে চট্টগ্রামে শনাক্ত কোভিড রোগীর সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে। এবার ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রায় দেড় হাজারের কাছাকাছি নমুনায় শনাক্ত হয়েছে করোনা। এর মধ্যে কেবল মহানগরেই একদিনে শনাক্ত রোগীর সংখ্যা প্রথমবারের মত হাজার ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে সংক্রমণ শুরুর পর থেকে গত ১৬ মাসে সরকারি হিসেবে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার পার হয়েছে। সরকারি তথ্যে করোনায় মারা গেছেন ৯৫৮ জন করোনা রোগী। শুক্রবার (৩০ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৯২৩ নমুনা পরীক্ষায় রেকর্ড ১ হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৫ জন নগরের এবং ৩৮১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষা শুরুর পর থেকে চট্টগ্রাম জেলায় এটাই একদিনে শনাক্ত রোগীর সর্বোচ্চ সংখ্যা। সংক্রমণের হার ৩৭ দশমিক ৩৬ শতাংশ। একইসময়ে মারা গেছেন ৯ জন করোনা রোগী। এরমধ্যে নগরের ৫ জন ও উপজেলার ৪ জন। চট্টগ্রামে এ নিয়ে করোনায় মারা গেছেন মোট ৯৫৮ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫৭৪ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৩৮৪ জন। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৮১ হাজার ২১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৬০ হাজার ৯০৭ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ২০ হাজার ৩১০ জন। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় উপজেলাগুলোর মধ্যে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে রাউজানে। এদিন রাউজানে ৬২ জন, বোয়ালখালীতে ৪৮ জন, হাটহাজারীতে ৪৫ জন, সাতকানিয়া ও রাঙ্গুনিয়ায় ৩৮ জন করে, ফটিকছড়িতে ৩৩ জন, চন্দনাইশ ও সীতাকুন্ডে ২৬ জন করে, মীরসরাইয়ে ১৯ জন, সন্দ্বীপে ১৭ জন, বাঁশখালীতে ১২ জন, আনোয়ারায় ৭ জন এবং পটিয়া ও লোহাগাড়ায় ৫ জন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। প্রসঙ্গত চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

# ৩০.০৭.২০২১ চট্টগ্রাম #